শেষ আপডেট: 29th August 2023 09:30
দ্য ওয়াল ব্যুরো: তোষাখানা মামলায় জেল বন্দি ইমরান খানকে এখনই মুক্তি দিতে বলল ইসলামাবাদ হাইকোর্ট (Imran Khan's Conviction Suspended)। লাহোরের জেলে আটক দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট তারকা ইমরানের এই আইনি জয় শুধু তাঁর জন্য নয়, পাকিস্তান তেহরিক-ই-ইসলাম পার্টির জন্যও বড় স্বস্তি। দল এবং আইনজীবীদের একাংশ মনে করছে, মঙ্গলবারের রায়ের ফলে ইমরান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে পারবেন।
ইনরানকেও সে দেশের নিম্ন আদালত সর্বোচ্চ সাজা দিয়েছিল। যে কারণে নিম্ন আদালতের রায়ে সেনা ও সরকারের হাত আছে বলে অভিযোগ তোলে ইমরানের দল। ইসলামাবাদ আদালত গত সপ্তাহে স্পষ্ট করে দেয়, ইমরানের বিচারে গুরুতর অনিয়ম করেছে নিম্ন আদালত।
হাই কোর্ট সরকারের জবাবের অপেক্ষায় ছিল। মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও তারেক মেহমুদের ডিভিশন বেঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজায় স্থগিতাদেশ জারি করে।
তোষাখানা মামলায় গত মাসে ইমরানের জেল হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হিসাবে বিভিন্ন দেশ থেকে পাওয়া মহার্ঘ উপহার সামগ্রী তিনি অল্প টাকায় কিনে নিতে বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এই ব্যাপারে সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশের পরই পাকিস্তানের নির্বাচন কমিশন তাঁর জাতীয় সংসদের সদস্য পদ বাতিল করে দিয়েছিল। নিম্ন আদালতের রায়ের জেরে তাঁর ভোটে প্রার্থী হওয়াও আটকে যায়।
তবে একটি মামলায় স্বস্তি ইমরানের জন্য কতদিন স্থায়ী হবে বলা কঠিন। তাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া গত মার্চে প্রথম দফায় গ্রেফতার হওয়ার পর ইমরানের সমর্থকেরা সেনা ব্যারাক, সরকারি অফিসে হামলা, ভাঙচুর চালায়। সেই ঘটনায় ইমরানের বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা হয়েছে। সেই মামলায় আপাতত জামিনে আছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
গ্রেফতার আরও এক চিটফান্ড সংস্থার কর্ণধার , বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ