শেষ আপডেট: 9th January 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: রশিদ খানের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মঙ্গলবার সকালেই ভেন্টিলেশনে দেওয়া হল প্রবাদপ্রতিম শিল্পীকে।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই নক্ষত্র দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। আগে তাঁর প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। তার চিকিৎসার পর খানিকটা সুস্থই ছিলেন শিল্পী। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর চিকিৎসার সঙ্গে সঙ্গে তাঁর অবস্থার উন্নতিও হয়েছিল। এমনকী, রাইলস টিউব মারফত তিনি খাবারও খাচ্ছিলেন তিনি।
কিন্তু মঙ্গলবার সকালে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিশিষ্ট অঙ্কলজিস্টদের একটি দল, এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করে দেখছেন।
প্রসঙ্গত, উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি। কাকাই প্রথম শিল্পীকে মুম্বই নিয়ে যান। সেখানে গানের তালিম নেন রশিদ খান। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন তিনি।
ইনায়েত হুসেন খাঁ-সাহিব যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন সেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান৷ মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। 'যব উই মেট', 'কিসনা', 'হাম দিল দে চুকে সনম', 'মাই নেম ইজ খান', 'রাজ ৩'-র মতো বলিউড ছবির পাশাপাশি 'মিতিন মাসি', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী'-র মতো বাংলা ছবিতেও রয়েছে তাঁর গান।