শেষ আপডেট: 23rd July 2024 22:05
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিষয়ে মন্তব্য নিয়ে ক্ষুব্ধ ঢাকা। 'বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে' মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দাবি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হাছান মঙ্গলবার ঢাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন, 'তাঁর প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, ওঁর সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ এবং উষ্ণ। কিন্তু তাঁর এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি।'
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় বাংলাদেশ প্রসঙ্গে ওই দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে বলেছিলেন, এই ব্যাপারে তাঁর প্রশাসন পাশে থাকবে। আরও বলেছিলেন, আমাদের দরজায় কেউ কড়া নাড়লে আমরা দরজা খুলে দেব। তবে এটা আমার কথা নয়। রাষ্ট্রসংঘের সনদেই বিপদগ্রস্তদের পাশে থাকার কথা বলা আছে।
সোমবার সন্ধ্যায় কলকাতার রাজভবন থেকে জানানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর কাছে তাঁর বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন।
তবে ওই দিন মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্টে বাংলাদেশে রক্ত ঝরছে বলে কোনও বক্তব্য ছিল না। জনসভায় বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কেউ প্ররোচণায় পা দেবেন না। ওখানকার পরিস্থিতির জন্য আমাদের সহমর্মিতা আছে। ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে।
এদিকে, বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে ওই দেশ নিয়ে মনগড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। বিদেশের কূটনৈতিক মিশনগুলি কাজ করছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকালেই সুপ্রিম কোর্টের রায় মেনে কোটা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির পর মন্ত্রীরা তা বিশদে ব্যাখ্যা করেন। সরকারি সুত্রে জানানো হয়েছে, বুধ ও বৃহস্পতিবারও কার্ফু বলবৎ থাকবে। তবে বুধবার থেকে সীমিত সংখ্যায় অফিস খুলবে। মঙ্গলবার রাতে ঢাকায় কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও অফিসে ইন্টারনেট চালু হয়েছে।
Hundreds of students and others are returning to West Bengal/ India, from the trouble-torn Bangladesh.
— Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2024
I have asked our State administration to render all help and assistance to the returnees.
For instance, around 300 students arrived at Hilli border today and most of them left…
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে মন্ত্রী হাছান বলেন, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, ডাটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদফতর, পদ্মাসেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা হয়েছে, পোড়ানো হয়েছে। এগুলি রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা। এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছি।
বুধবার বিদেশি কূটনীতিকদের কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসের সাম্প্রতিক বিবৃতিকে দেশবিরোধী বর্ণনা করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বিবৃতিতে কোথাও রাষ্ট্রের তথা জনগণের সম্পত্তির ওপর হামলার নিন্দা জানাননি বরং দেশের এই পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন যা দেশবিরোধী কাজের শামিল।