শেষ আপডেট: 8th August 2022 08:58
দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগেই মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) প্লাবিত হয়ে গিয়েছিল অমরনাথের একাধিক এলাকা। সোমবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চম্বা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে খবর। দু'জন আহত হয়েছেন। শুরু হয়েছে উদ্ধারকার্য। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার হিমাচলের একাধিক এলাকায় এই মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যায় বাড়িঘর থেকে কৃষি জমি। সামনে এসেছে ভয়াবহ ছবি। প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল।
জানা গেছে, পাহাড়ি দুই গ্রাম এই বৃষ্টিতে ভেসে গেছে।ভাদোগা গ্রামের ১৫ বছরের বিজয় কুমার মারা যান। এই গ্রামেরই দু'জন আহত হয়েছেন। এছাড়াও কান্ডারা গ্রামে অন্তত পাঁচটি বাড়ি এই বৃষ্টিতে ভেসে গেছে। কৃষি জমিতেও জল জমে গেছে।
অবসর জীবনে পা রাখছে পুলিশ কুকুর! হইহই করে হল তার বিদায় সংবর্ধনা