শেষ আপডেট: 14th August 2023 08:19
দ্য ওয়াল ব্যুরো: ফের আরও একবার বিপর্যয়ের মুখোমুখি হিমাচল প্রদেশ। জুলাইয়ের শুরুতেই বানভাসি হয়েছিল হিমাচল প্রদেশের একাধিক এলাকা। সেই আতঙ্ক আবার ফিরল অগস্টের মাঝামাঝি। এবার মেঘ ভাঙা বৃষ্টির (cloud burst rain) কবলে হিমাচল প্রদেশ।
আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশে গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। চলতি বছরে বর্ষার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তর ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলি। দুর্যোগ যে এখনও কাটেনি তা স্পষ্ট।
রবিবার থেকে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর ফলে প্রবল বেগে জলস্তর বাড়ছে বিপাশা নদীর। সেই সঙ্গে একাধিক জায়গায় ধসের খবরও মিলেছে। বিপর্যস্ত একাধিক রাস্তা থেকে সেতু। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু এলাকা। রবিবার রাতে ডজন গ্রামের দুটি বাড়ি ভেসে গিয়েছে।
রবিবার শিমলায় একটি বেসরকারি বাসের মাথায় গাছের ডাল ভেঙে পড়ে। যদিও হতাহতের খবর মেলেনি। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, কলেজ। সেই সঙ্গে এই মুহূর্তে পর্যটকদের সেখানে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষে।