শেষ আপডেট: 25th December 2023 00:04
দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাসে আলোর রোশনাইয়ে ভাসছে পার্ক স্ট্রিট থেকে বড়বাজার। শহরের গির্জায় গির্জায় যিশুর আবাহন। ক্যারলের সুরে মাতয়ারা মানুষজন। রবিবার ২৪ ডিসেম্বর রাতে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়েন। যোগ দিলেন বিশেষ প্রার্থনায়, নিলেন ফাদারের আশীর্বাদ।
প্রতি বছরই বড়দিন উপলক্ষে গির্জায় যান মুখ্যমন্ত্রী। আগে তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা গিয়েছে। গত কয়েক বছর ধরে তিনি বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা— ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে উপস্থিত হয়ে আসছেন।
এদিন রাত ১০ টা নাগাদ পর্তুগীজ চার্জে গিয়ে প্রার্থনায় সামিল হন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী। তারপর ১১টা ০৫ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তিনি। চার্চের তরফে মুখ্যমন্ত্রীর হাতে একটি উপহার তুলে দেওয়া হয়। বড়দিনের উৎসবে সামিল হয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করা হয়।
দুর্গাপুজো হোক বা ইদ অথবা বড়দিন, তিলোত্তমায় বরাবর সমান গ্রহণযোগ্যতা পেয়েছে উৎসব। ধর্মের বেড়াজাল টপকে বড়দিন উপলক্ষে আলোর সাজে সেজে ওঠে শহর কলকাতা। পার্কস্ট্রিট হোক বা বো ব্যারাক অথবা লেকটাউন, বড়দিন উদযাপনে মেতেছে বাঙালি। বরাবরের মতো তাতে সামিল হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত বছর তাঁর সঙ্গে পর্তুগীজ চার্জের প্রার্থনায় যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মেয়ে আজানিয়াও।
অন্যদিকে, বড়দিনের আঁটসাঁট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা পার্কস্ট্রিট এলাকা। বড়দিনের আগের সন্ধ্যা, তাও আবার রবিবার, কার্যত জনসমুদ্র পার্ক স্ট্রিটে। ক্রিসমাস ইভ পালনে মেতে উঠেছে কলকাতাবাসী।