শেষ আপডেট: 7th November 2023 17:41
দ্য ওয়াল ব্যুরো: বিধান সরণি ধরে হাঁটলেই চোখে পড়বে শতাব্দীপ্রাচীন স্কুলটিকে। স্থাপিত হয়েছিল ১৮৩০ সালে। এই স্কুল থেকেই পাশ করছেন বহু কৃতী ছাত্র যাঁদের মধ্যে অনেকেই পরবর্তী সময় স্ব-ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। উত্তর কলকাতার সেই স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে এতদিন পড়ত শুধু ছেলেরাই। এবার মেয়েদের জন্যও খুলে যেতে চলেছে এই স্কুলের দরজা।
২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে মেয়েরাও। স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গেছে। সূত্রের খবর, স্কুলের পরিচালন সমিতির বৈঠকে কো-এড ব্যবস্থা চালু করার বিষয়টি স্থির হয়েছে। বোর্ডের অনুমোদন মিললেই মেয়েরা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে।
স্কটিশ চার্চ স্কুলের সাধারণত দুটি ক্যাম্পাস। বিধান সরণির পাশাপাশি কেষ্টপুরেও রয়েছে তাদের দ্বিতীয় ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে অবশ্য মেয়েরা পড়ে। ২০১৯ সাল থেকেই এই ক্যাম্পাসে ছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে। এটা দিল্লি বোর্ডের অধীনে। যদিও বিধান সরণির ক্যাম্পাসের একাদশ-দ্বাদশ শ্রেণি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনেই থাকবে।
স্কটিশ চার্চ স্কুল আরও একটি ক্যাম্পাস খুলতে চলেছে। উত্তর কলকাতার ডাফ স্ট্রিটে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলা হবে। সেই স্কুলও পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে থাকবে। সেখানেও ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মেয়েরা ভর্তি হতে পারবে। এই জায়গায় আগে মিশনারিদের পরিচালিত একটি স্কুল ছিল। কিন্তু সেটা ভাল না চলায় নতুন করে ডাফ স্ট্রিটে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলবে স্কটিশ চার্চ।