শেষ আপডেট: 24th December 2023 18:10
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কুয়াশা ঘেরা সকাল কাটিয়ে রোদ উঠতেই ঠান্ডা পিছু হঠেছে। ক্রিসমাস ইভে ভিড় উপচে পড়ল ব্যান্ডেল চার্চে।
কয়েক বছর ধরেই ২৫ ডিসেম্বর চার্চে প্রবেশ বন্ধ রয়েছে। এদিকে রবিবার রাজ্য জুড়ে ছিল টেট। রবিবার হুগলিতে ৩১ টি কেন্দ্রে পরীক্ষার্থীরা টেট দেন। সেখানে চন্দননগর পুলিশ কমিশনারেটের তিনটি থানা এলাকায় ২৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। আড়াই ঘণ্টার পরীক্ষা। অনেকেই দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে এসেছিলেন। কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে থাকতে দেওয়া হয়নি পরীক্ষার্থীদের বাড়ির লোকেদের। তাঁদের অনেকেই ভিড় জমিয়েছিলেন ব্যান্ডেল চার্চে।
চারশ বছরের প্রাচীন পর্তুগিজ চার্চের স্থাপত্য দেখতে বছরের বাকি সময় দূরদূরান্ত থেকে অনেকেই আসেন। কিন্তু বড়দিন থেকে পয়লা জানুয়ারি এই চার্চই হয়ে ওঠে একদিনের ঘুরতে যাওয়ার জায়গা।
গোঘাটের কামারপুকুর থেকে সুকান্ত নগর অনুকূল চন্দ্র স্কুলে টেট পরীক্ষা দিতে এসেছিলেন সায়ন্তনী মুখোপাধ্যায়। সঙ্গে তাঁর বাবা নবকুমার ও মা পুতুল মুখোপাধ্যায়ও এসেছিলেন। মেয়েকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে তাঁরা চলে আসেন ব্যান্ডেল চার্চ ঘুরতে।
নবকুমার বলেন, ''মেয়ে পরীক্ষা দিচ্ছে। ব্যান্ডেল চার্চের কাছেই, তাই পরীক্ষা শুরু হওয়ার পর চার্চে ঘুরতে এলাম। দেশের অনেক চার্চ দেখেছি, কিন্তু ব্যান্ডেলে আসা হয়নি। মেয়ের পরীক্ষার সুবাদে বলতে পারেন রথ দেখা কলা বেচা হয়ে গেল।''
বড়দিনের উৎসব ঘিরে পুলিশের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ব্যান্ডেল চার্চে এদিন রাতে হবে বিশেষ প্রার্থনা মিড নাইট মাস। নিরাপত্তার বিষয়টি দেখতে ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেন চন্দননগর পুলিশের ডিসি ঈশানী পাল। সঙ্গে ছিলেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ সহ পুলিশ আধিকারিকরাও।
ডিসি বলেন, বড় দিনের জন্য রবিবার থেকেই অনেক মানুষ আসছেন ব্যান্ডেল চার্চে। আমাদের পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থাও থাকছে। ব্যান্ডেল ছাড়াও হুগলির টুরিস্ট স্পটগুলিতে বাড়তি পুলিশি নিরাপত্তা থাকবে।