শেষ আপডেট: 11th May 2022 14:51
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের মধ্যেই যৌন হেনস্থার (Mathabhanga Child Abuse) শিকার হল সাড়ে চার বছরের শিশু! ঘটনা ঘিরে উত্তাল মাথাভাঙার নিশিগঞ্জ এলাকা। গ্রামবাসীদের চাপে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে নিশিগঞ্জ থানার পুলিশ (Police)। অভিযুক্ত ওই স্কুলের শিক্ষক (Teacher) বলে জানা গিয়েছে।
কী হয়েছিল ওই শিশুর সঙ্গে?
গ্রামবাসীদের অভিযোগ, ওই শিশু বেসরকারী একটি স্কুলে পড়ে। গত শনিবার সে স্কুলে গিয়েছিল। সেখানে অভিযুক্ত ওই শিক্ষক শিশুটি উপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। বাড়ি আসার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান অভিভাবকরা। তখনই বিষয়টি জানতে পারেন তাঁরা।
Dalkhola Shootout: ডালখোলায় ভরদুপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী
এদিকে ধীরে ধীরে এলাকায় ঘটনার কথা চাউর হতে থাকায় ওই স্কুল কর্তৃপক্ষের উপর ক্ষোভ বাড়তে থাকে। বুধবার এই অভিযোগে উত্তাল হয়েছে উঠে নিশিগঞ্জ এলাকা। ওই স্কুলের অভিভাবক ও কয়েকশো গ্রামবাসী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘেরাও করা হয় ওই বেসরকারি স্কুল। একই সঙ্গে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কে খেজুরতলা এলাকায় পথ অবরোধে শামিল হন গ্রামবাসীরা।
মারমুখী গ্রামবাসীদের দেখে ভয়ে স্কুলের পাশে একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন ওই শিক্ষক। পরে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ওই বেসরকারি স্কুলে যায়। তল্লাশি চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। যদিও ওই শিশুর পরিবারের তরফ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবু গ্রামবাসীদের চাপে পুলিশ স্বতঃস্ফুর্ত ভাবে ঘটনার তদন্তে নেমেছে।