শেষ আপডেট: 8th September 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কান্না থামাতে আট মাসের শিশুর গলায় ঢেলে দেওয়া হল চোলাই মদ (Child Abuse) ! এমনই মারাত্মক অভিযোগ ওঠায় পান্ডুয়ার আইচগড়ের বাড়ি থেকে শিশুটির বাবা ও দাদুকে গ্রেফতার (Father Arrest) করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হয়।
মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই খবর দেয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। বধূর অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকেই রাতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: শাবকদের সঙ্গে নিয়ে সাঁতার কাটছে বাঘিনী! সুন্দরবনে বিরল দৃশ্য