শেষ আপডেট: 20th July 2023 08:58
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খিদে পেয়েছিল, তাই ফ্রিজ থেকে সামান্য মিষ্টি খেয়েছিল ১৪ বছরের মেয়ে (Child Abuse)। কাকু-কাকিমার কাছে সেটাই ছিল গর্হিত 'অপরাধ'। তাই নাবালিকার কপালে 'শাস্তিস্বরূপ' জুটেছিল গরম খুন্তির ছ্যাঁকা! এমনই অমানবিক ঘটনার অভিযোগে কাকিমাকে গ্রেফতার করল হুগলির (Hooghly) গোঘাট পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের দিদিমণিদের অভিযোগে ও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মহিলার নাম সারদামণি চট্টোপাধ্যায়। পুলিশ ওই নাবালিকাকে চিকিৎসা করিয়ে তার মামার বাড়িতে পৌঁছে দিয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ১৪ বছরের ওই নাবালিকার বাবার বেশ কয়েক বছর আগেই দুর্ঘটনায় মৃত্যু হয়। মা-ও দশ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। এরপর ঠাকুমা-দাদুর কাছে মানুষ হচ্ছিল ওই নাবালিকা। কিন্তু বেশ কিছুদিন আগে তাঁদের মৃত্যু হয়। এরপরে কাকু-কাকিমার কাছে থাকছিল সে। সেই ছোট-মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতেন ওই মহিলা। বাজার হাট-রান্না সমস্ত কিছু তাকে করতে হত। কাজে একটু ভুল হলেই জুটত মার। এমনকী বেশির ভাগ দিনই ওই নাবালিকাকে খেতে দেওয়া হত না। ছোট মেয়েটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হত বলে পড়শিরা অভিযোগ করেছেন।
তাঁদের অভিযোগ, মঙ্গলবারও সকাল থেকে মেয়েটিকে সারাদিন খেতে দেয়নি তার কাকু-কাকিমা। তাই বিকেলের দিকে তার খিদে পাওয়ায় ফ্রিজ খুলে সামান্য মিষ্টি খেয়েছিল সে। এরপরেই নাবালিকার উপর অকথ্য অত্যাচার চালান ওই মহিলা। নাবালিকার পিঠে গরম খুন্তি ছ্যাঁকা দেন। সেটাও মুখ বুজে সহ্য করে নিয়েছিল ওই নাবালিকা।
বুধবার নাবালিকা স্কুলে গিয়েছিল। সেখানে তাকে অসুস্থ অবস্থায় দেখে শিক্ষিকাদের সন্দেহ হয়। তাকে কারণ জিজ্ঞাসা করায় দিদিমণিদের কাছে কাকিমার অত্যাচারের কথা বলে দেয় ওই নাবালিকা। এর পরেই স্কুলের শিক্ষিকারা পুলিশ ডাকেন। নাবালিকার সঙ্গে কথা বলার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পেট্রল পাম্পের রেস্ট রুমে রান্না করার সময় হিটার থেকে আগুন! জখম তিন যুবক