শেষ আপডেট: 24th March 2024 20:42
দ্য ওয়াল ব্যুরো: আবারও দিল্লি। আবারও ধর্ষণের ঘটনা। এবার ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে পূর্ব দিল্লির পাণ্ডব নগরে। যৌন হেনস্থার শিকার ওই শিশু বর্তমানে এইমসে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে খবর।
ওই শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার গৃহশিক্ষকের ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, টিউশন পড়ার জন্য গৃহশিক্ষকের বাড়িতে গেছিল ওই শিশু। পড়া শেষ হয়ে গেলে বাড়ির লোক তাকে আনতে যাওয়ার পর ঘটনার কথা জানতে পারে। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আশেপাশে থাকা এলাকার মানুষও রাস্তায় বেরিয়ে আসে। পুরো ঘটনা জানার পর কার্যত ভাঙচুর চালানো হয় অভিযুক্তের বাড়িতে। ভেঙে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িও।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ওই শিশুকে যৌন নির্যাতন করার পর ভয় দেখিয়েছিল। ঘটনা সম্পর্কে কাউকে কিছু বললে আরও বড় ক্ষতি করবে বলেছিল। তাকে কঠোর শাস্তি দিতেই হবে। ঘটনার প্রতিবাদে তাঁরা অভিযুক্তের বাড়িও ঘেরাও করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। তাদের সঙ্গে রয়েছে প্যারামিলিটারি ফোর্সও। জানা গেছে, প্রথমে ওই শিশুকে লাল বাহাদুর শাস্ত্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারাই তাকে এইমস-এ রেফার করে দিয়েছে।
সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ করেছে। তাদের দাবি, প্রথমে পুলিশ তাদের কোনও অভিযোগ নিতেই চায়নি। পুলিশ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। আপাতত তাঁরা বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।