শেষ আপডেট: 31st July 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতালে মার্জার সাম্রাজ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেললেন দিলীপ ঘোষ। এসএসকেএস হাসপাতালে বিড়ালদের দখলদারির বেশ কিছু ছবি সম্প্রতি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করেন বিজেপি নেতা। তারপরেই রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব হন।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি তিনি পোস্ট করেন তাতে দেখা যাচ্ছে, এই হাসপাতালে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু বিড়াল। দিলীপ ঘোষের দাবি, এসএসকেএম হাসপাতালের যত্রতত্র মল-মূত্র ত্য়াগ করে নোংরা করছে বিড়ালের দল। ভাগ বসাচ্ছে রোগীদের খাবারে। অস্বাস্থ্যকর করে তুলছে হাসপাতালের পরিবেশ। এই ছবি সামনে আসতেই হইচই পড়ে। যদিও এসএসকেএম হাসপাতালে বিড়ালদের সাম্রাজ্য নতুন কোনও ঘটনা নয়। বহু বছর ধরেই বিড়ালদের নিয়ে জেরবার হাসপাতালে আসা রোগী ও তাঁদের বাড়ির লোকজন।
ছবির সঙ্গে এই পোস্টে দিলীপ লেখেন, “পুরুষ মেডিসিন বিভাগ বিড়ালদের স্বর্গরাজ্য। এই রাজ্যে হাসপাতালে মানুষ ভর্তি হওয়ার জায়গা পায় না, কিন্তু বিড়াল ঘুরে বেড়ায়, কুকুরের ডায়ালিসিস হয় মানুষের হাসপাতালে!” তাঁর এই পোস্ট নিয়ে শোরগোল পড়ে।
এবারের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর আসনে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। তারপরেই দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হয়েছিলেন তিনি। তারপর থেকে নিজের দলেই কোণঠাসা। এবার এসএসকেএম হাসপাতালের বিড়াল-সাম্রাজ্য নিয়ে সরব হতেই পাল্টা সমালোচনার রাস্তায় তৃণমূল। দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “তাঁর নিজের দলই দিলীপবাবুর সমস্ত পদ কেড়ে নিয়ে তাঁকে কোণঠাসা করে রেখেছে। এখন খবরে থাকতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করেছেন। দিলীপবাবু নিজে খুব ভাল করেই জানেন, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করেছেন। বাংলাই একমাত্র রাজ্য যেখানে সরকারি পরিকাঠামোয় ১০০ শতাংশ মানুষ বিনামূল্য স্বাস্থ্য পরিষেবা পায়।”