শেষ আপডেট: 13th February 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো : আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন'স ডে। নিজের ভালবাসার মানুষটাকে নিয়ে উদযাপন করার জন্য যদি একটা আলাদা দিন পাওয়া যায় তাহলে মন্দ কী? তার উপর এই বছর আবার সরস্বতী পুজোও পড়েছে ওই একই দিনে। সকালবেলাটা থাক সরস্বতী পুজোর জন্য আর সন্ধেবেলাটা উদযাপন করুন ভ্যালেন্টাইনস ডে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন ক্যাফে এবং রেস্তোরাঁতে শুরু হয়ে গেছে স্পেশ্যাল ভ্যালেন্টাইন মেনুর আয়োজন।
জেনে নিন কোন ক্যাফে বা রেস্তোরাঁয় কী কী স্পেশ্যাল মেনু থাকছে ওই দিন।
১) অউধ ১৫৯০
ভ্যালেন্টাইনস ডে যদি একটু রাজকীয়ভাবে পালন করতে চান তাহলে যেতে পারেন 'অউধ ১৫৯০' তে। আওয়াধি খানাপিনা যদি আপনাদের দুজনেরই পছন্দ হয় তাহলে অউধে রয়্যাল ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করতে যেতেই পারেন।
থাকছে মুর্গ কালি মির্চ, তন্দুরি প্রনস, আওয়াধি সুগন্ধি মাহি কাবাব, আচারি পনির টিক্কার মতো নানা ধরনের ভেজ এবং নন ভেজ স্টার্টার। মেন কোর্সে পাবেন রকমারি ননভেজ এবং ভেজ বিরিয়ানি। রয়েছে সালান, ডেসার্ট এবং ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল লাভ পোর্শন। দুজনের মোট খরচ পড়বে ১২০০ টাকা + কর। রেস্তোরাঁয় গিয়েও খেতে পারেন আবার যেকোনও অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে বাড়িতেও অর্ডার করতে পারেন। এই অফার থাকবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে রাত ১১টা পর্যন্ত।
২) হোয়াটসঅ্যাপ ক্যাফে
ভ্যালেন্টাইন'স ডে উদযাপন করার জন্য একটু রোমান্টিক রুফটপ ক্যাফে খুঁজছেন? যেতে পারেন হোয়াটসঅ্যাপ ক্যাফেতে। খোলা আকাশের নীচে ক্যান্ডেল লাইট ডিনার , লাইভ মিউজিক আর সঙ্গে প্রিয় মানুষ আর কী চাই! ভ্যালেন্টাইন'স স্পেশ্যাল মেনুতে থাকছে ভেজ সিজার স্যালাড , শিমলা পনির টিক্কা কাবাব, মুর্গ রোস্ট ইন দক্ষিণী স্টাইল, গ্রিলড ভেটকি ফিশ উইথ লেমন বাটার সস, শেপার্ডস পাই, মটন দইবড়া , প্রন থার্মিন্ডর, কাশ্মীরি পোলাও এবং ব্রাউনি।
ককটেলে পাবেন পিঙ্ক লেডি, পার্পেল রেন, ডেথ বাই রোজ এবং হোয়াটস আপ ক্যাফে স্পেশ্যাল ভ্যালেন্টাইনস ককটেলস। এছাড়া থাকছে সিগনেচার মকটেল, গোয়াভা হারি মির্চ, স্পাইসি অ্যালফাঞ্জো। দুজনের মিলিয়ে মোট খরচ ১৭০০ টাকা + কর। এই অফার চলবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত।
৩) চ্যাপ্টার ২
সাদার্ন এভিনিউর 'চ্যাপ্টার ২' আউটলেটেও কাল চলবে দারুণ অফার। যদি লাইভ মিউজিক পার্ফরমেন্সের সঙ্গে রোমান্টিক অ্যাম্বিয়েন্স আর দারুণ খাওয়া দাওয়া আপনার পছন্দের তালিকায় পড়ে তাহলে অবশ্যই যেতে হবে চ্যাপ্টার ২-তে।
ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল মেনুতে থাকছে স্প্যানিশ স্টাইল স্কুইড স্টেক উইথ বাটার গার্লিক সস, পোচড স্যামন, স্যামন স্টেক, ব্রেজড অক্টোপাস উইথ রেড ওয়াইন সস, ট্রাউট ইন বাটার পেপার গার্লিক সস, চিকেন আলাকিভ, প্রন অন টোস্ট, ডেভিল ক্র্যাব, চিকেন স্ট্রগনফ, পর্ক ভিন্দালু, সিফুড চাওডার, স্প্যাগেটি ইন টমেটো সস, প্রন ককটেল, ক্যারামেল কাস্টার্ড অ্যান্ড নাটি ক্রাঞ্চ। এই অফার চলবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
৪) হোটেল হলিডে ইন
ভ্যালেন্টাইন স্পেশ্যাল বুফে, লাইভ মিউজিক, স্পেশ্যাল ড্রিঙ্কস, লাকি ড্র, রিটার্ন গিফট, এই সবকিছু নিয়ে কাল তৈরি থাকছে কলকাতা এয়ারপোর্টের হোটেল হলিডে ইন। ড্রিঙ্কসে পাবেন মহব্বাত কি শরবত, সুইটহার্ট, লাভ পোশন, লাভ বাগ এবং স্কার্লেট কিস।
ভ্যালেন্টাইন'স স্পেশ্যাল মেনুতে থাকছে মেরি আকিশি, অ্যায় দিল হ্যায় মুশকিল, মেরে লিয়ে তুম কাফি হো, পরমসুন্দরী, জব উই মেট, তু মিলে দিল খিলে, তোমাকে চাই এবং লাভ ইন এয়ার। ১৪ তারিখ লাঞ্চ এবং ডিনারের সময় থাকবে এই অফার।
৫) চাওম্যান
চাওম্যান বরাবরই যেকোনও উৎসব বা উদযাপনে নানা ধরনের অফার দিয়ে এসেছে। ফলে ভালবাসার সপ্তাহেও চাওম্যান নিয়ে এসেছে স্পেশ্যালি কিউরেটেড ভ্যালেন্টাইন মেনু। যেখানে ভেজ এবং ননভেজ দু'ধরনেরই খাবার।
ভেজে পাবেন ভেজ ম্যাঞ্চাও স্যুপ, ভেজ চিলি গার্লিক রাইস, ভেজ সিঙ্গাপুর নুডলস, কুং পাও ভেজ, দার্শন উইথ আইসক্রিম। দাম পরবে ৭৪৯ + কর দুজন মিলিয়ে। নন ভেজে রয়েছে মিক্সড ম্যাঞ্চাও স্যুপ, চিকেন চিলি গার্লিক নুডলস, চিকেন উইথ ক্যাশিউ নাটস অ্যান্ড ড্রাই চিলিস, দার্শন উইথ আইসক্রিম। দাম পরবে ৮৯৯ + কর দুজন মিলিয়ে। এই অফার চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর ১২ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত।