শেষ আপডেট: 29th April 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিভেজা বিকেলে বন্ধু বা বিশেষ মানুষটির সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে প্রয়োজন এক কাপ ধোঁয়া ওঠা কফি। আর সেই কফির সন্ধান পাওয়া যাবে কলকাতার সেরা ক্যাফেগুলিতে (Top 10 cafes in Kolkata)। একটা সন্ধে (visit at weekend) এক কাপ কফির কাপে কীভাবে কেটে যাবে তা বোঝাই যাবে না এই ক্যাফেগুলিতে গেলে।
রইল কলকাতার সেরা ১০ ক্যাফের সন্ধান
সিয়েনা ক্যাফে
সুন্দর অন্দরসজ্জা বিশিষ্ট ক্যাফেতে খাওয়ার পাশাপাশি মনকাড়া ছবিও ওঠে। কলকাতার সাউদার্ন অ্যাভিনিউ এর সিয়েনা ক্যাফেতে গেলে মিলবে ছবি তোলার জন্য সেরা আবহ। সেই সঙ্গে মেনুতে রয়েছে হট চকলেট, ডার্ক চকলেটের মতো সুস্বাদু সব পদ।
প্যারিস ক্যাফে
প্যারিস যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে সেই স্বপ্ন পূরণ করা অত সহজ না হলেও বালিগঞ্জের প্যারিস ক্যাফেতে গিয়ে দুধের স্বাদ কফিতে মেটানোই যায়। সম্পূর্ণ ফরাসি কায়দায় সাজানো ক্যাফেটির ভিতরে ঢুকলে বোঝার উপায় নেই যে কলকাতায় আছেন নাকি প্যারিসে। সঙ্গে, খাঁটি ফরাসি স্বাদের খাবার অনেকটাই পূরণ করবে প্যারিস ঘোরার শখ।
ক্যাফে আইক্যানফ্লাই
ম্যাডক্স স্কোয়ারের কাছে ক্যাফে আইক্যানফ্লাই নামের এই ছোট্ট ক্যাফেটিতে ঢুকলেই মন ভাল হয়ে যাবে। অন্তরঙ্গ সময় কাটাতে বিকল্প নেই এই ক্যাফের। সঙ্গে একটু অন্য ধরনের অন্দরসজ্জা চোখ এবং মনকে আরাম দেবে। চিকেনের হরেক আইটেমও রয়েছে ক্যাফের মেনুতে।
মিসেস ম্যাগপাই
গড়িয়াহাটের মিসেস ম্যাগপাই নামের ক্যাফেটি এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে অত্যন্ত জনপ্রিয়। উজ্জ্বল আলো এবং দেওয়ালের আঁকা মিসেস ম্যাগপাইকে প্রিয় করে তুলেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে। পাশাপাশি, সুস্বাদু কাপকেক এই ক্যাফের অন্যতম আকর্ষণ।
আর্টসি
ক্যাফের শান্তশিষ্ট নিরিবিলি আবহ অনেকেই পছন্দ করেন। তাঁদের জন্য মিন্টো পার্কের আর্টসি ক্যাফের কোনও বিকল্প নেই। হালকা নীল এবং হলুদের ছোঁয়া পুরো ক্যাফেটি জুড়ে। কাঠের টেবিলে রয়েছে বইপ্রেমীদের পছন্দসই বই, সেই সঙ্গে ক্যাফের ভেতরের আর্ট গ্যালারিতে রয়েছে সুদৃশ্য আঁকা ছবি। সব মিলিয়ে সংস্কৃতিবান তরুণ তরুণীদের অন্যতম পছন্দের জায়গা এই ক্যাফে।
ট্রাভেলিস্তান
পাহাড় হোক বা সমুদ্র, বেড়াতে যেতে না পারলে মন খারাপ হয় অনেকেরই। তাই কলকাতার মধ্যেই ভ্রমণপিপাসুদের প্রিয় ঠিকানা গল্ফ গ্রীনের ট্রাভেলিস্তান। দেওয়ালে পাহাড়, সমুদ্র, জঙ্গলের ছবি এক কাপ কফির সঙ্গেই উড়িয়ে নিয়ে যাবে মনকে।
হিট উইকেট
কলকাতায় ক্রিকেটপ্রেমীর সংখ্যা কিছু কম নয়। সেই সঙ্গে আইপিএলের মরসুমে এক কাপ কফির সঙ্গে ক্রিকেট উপভোগ করতে হলে অবশ্যই যেতে হবে বালিগঞ্জের হিট উইকেট ক্যাফেতে। ক্যাফের সঙ্গে নানান ধরনের হুকাও মিলবে এখানে।
দ্য কান্ট্রি হাউস
প্রিয় মানুষটির সঙ্গে প্রথমবার ডেটে যেতে গেলে অনেকেই খোঁজেন নিরালা স্থান। এমন যুগলের জন্যই কলকাতার ভবানীপুরে রয়েছে দ্য কান্ট্রি হাউস। এখানকার ইটালিয়ান খাবার চেখে দেখার পাশাপাশি নিরিবিলিতে মনের কথা বলে ফেলা যাবে এই ক্যাফেতে।
ক্যাফে মেজুনা
কম দামে সুস্বাদু খাবার খেতে হলে ক্যাফে মেজুনাই হতে পারে সেরা ঠিকানা। এলগিন রোডের এই ক্যাফেতে পিৎজা থেকে শুরু করে চিংড়ির লোভনীয় পদ চেখে দেখতে অনেকেই ভীড় জমান।
দ্য বাইকার্স ক্যাফে
কলকাতার বাইকারদের প্রিয় ক্যাফের নাম নিঃসন্দেহে দ্য বাইকার্স ক্যাফে। বাইকের থিমের খাবার, সঙ্গে নানা ধরনের সিঙাড়া এই ক্যাফের অন্যতম ইউএসপি। পাহাড়ি রাস্তায় বাইক থামিয়ে খাবার খাওয়ার অনুভূতি খোদ কলকাতা শহরে বসে পেতে হলে এই ক্যাফের কোনও বিকল্প নেই।