শেষ আপডেট: 24th January 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার অর্থাৎ ২৬ জানুয়ারি দেশবাসী পালন করতে চলেছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। আর এই বিশেষ দিনকে মাথায় রেখে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁতে চলবে স্পেশ্যাল প্রজাতন্ত্র দিবস অফার।
চাওম্যান
যেকোনও অনুষ্ঠানের মতোই প্রজাতন্ত্র দিবসেও রয়েছে চাওম্যানের স্পেশ্যাল অফার। এবারে চাওম্যানের স্পেশ্যাল অফারের মজা উপভোগ করতে পারবেন চাওম্যান অ্যাপের সাহায্যে। ওরিয়েন্টাল ক্যুইজিন নিয়ে হাজির চাওম্যান। কী পাবেন? পাবেন বিবিকিউ স্মোকড ফিশ, কলকাতা স্টাইল চিলি চিকেন, প্রন হার গাউ সহ বিভিন্ন স্যুপ, রাইস এবং নুডুলসও।
তাছাড়া খেয়ে দেখতে পারেন চিলি প্লাম স্কুইড, ল্যাম্ব ইন ওয়েস্টার সস, এক্সোটিক ভেজিটেবিলস ইন কোরিয়েন্ডার সস এই ধরনের ডিশগুলিও। দুজনের খরচ পড়বে মোট ৭৯৯ টাকা + ট্যাক্স। চাওম্যানের অ্যাপ থেকে অর্ডার করলে পাবেন ১৭৪ টাকা ছাড়। এই অফার চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
দ্য বিরিয়ানি ক্যান্টিন
প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানিয়ে দ্য বিরিয়ানি ক্যান্টিনও আয়োজন করেছে স্পেশ্যাল মেনু এবং স্পেশ্যাল অফারের। ট্র্যাডিশনাল ফ্লেভারের সঙ্গে একটু নতুন স্বাদের সংমিশ্রণে তৈরি এই স্পেশ্যাল মেনু চেখে দেখতে পৌঁছে যেতে হবে ৩৬ এফ তপসিয়া রোড, ইএম বাইপাসের দ্য বিরিয়ানি ক্যান্টিনে।
২৬ জানুয়ারি সকাল ১১ থেকে ২ টো পর্যন্ত চলা এই অফারে পাবেন চিকেন ললিপপ বিরিয়ানি, পটলাম মটন বিরিয়ানি, হায়দ্রাবাদি প্রন বিরিয়ানি, স্পেশ্যাল মিক্স বিরিয়ানি, জাইত্তনি ভেজ বিরিয়ানি, দহি কে শোলে, লখনউই পনির বিরিয়ানি, মুর্গ রোজালি কাবাব, শাহজাহান কাবাব প্ল্যাটার, ঘোস্ত সিগার কাবাব, জাফরানি ফিরনি। দুজনের মোট খরচ ১১০০ টাকা + ট্যাক্স। এছাড়া রিপাবলিক ডে স্পেশ্যাল অফার হিসেবে থাকছে ফ্রি চিকেন চাপ এবং মটন বিরিয়ানি।
ক্যাফে অফবিট আপ দেয়ার
রেস্তরাঁর পাশাপাশি ক্যাফে অফবিটও নিয়ে এসেছে রিপাবলিক ডে স্পেশ্যাল অফার। জিভে জল আনা খাবার সঙ্গে রকমারি অফার। পাবেন মাশরুম চিজ বলস, মাশরুম স্ট্রগানফ, পনির শাশিল্ক উইথ বাটার রাইস, প্যানকো ফ্রাইড চিকেন, বাফেলো চিকেন উইংস, হানি মাস্টার্ড গ্রিলড চিকেন, চিকেন স্ট্রগানফ, ফিশ ফ্লরেন্টাইন, ডাইসড চিকেন উইথ ব্ল্যাক পেপার সস।
এছাড়া থাকছে স্পেশ্যাল মকটেলসও। কালা খাট্টা মোজিতো, লেমন ল্যাভেন্ডার ফিজ, গ্রিন অ্যাপেল মোজিতো, ব্ল্যাক কারেন্ট স্লাশ এবং অরেঞ্জ সানরাইজ। দুজনের মিলিয়ে মোট খরচ পড়বে ১২০০ টাকা + ট্যাক্স। অফার চলবে ২৬ জানুয়ারি বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত।