শেষ আপডেট: 6th April 2024 01:06
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ, বিরাটি, বৌবাজারের পর এবার পাথুরিয়াঘাটা। শুক্রবার রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভাঙল একটি পুরনো বাড়ির একাংশ। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপে আটকে পড়েন ২জন। পরে তাঁদের উদ্ধার করা হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফের শহর কলকাতায় বাড়ি ভেঙে বিপত্তি। এবার ঘটনাস্থল পাথুরিয়াঘাটা। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত আটটা নাগাদ কলকাতা পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে আচমকাই ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির অংশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, জোড়াবাগান থানার পুলিশ। একতলার সিঁড়ি ভেঙে যাওয়ায় দোতলায় প্রভাদেবী সিং (৪৮) এবং বিশ্বামিত্র উপাধ্যায় (৩৬) আটকে পড়েন। দেওয়াল কেটে তাঁদের উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে যান এলাকার বিধায়ক শশী পাঁজা, স্থানীয় কাউন্সিলর মিনা হাজরা।
পুরসভা সূত্রের খবর, সংশ্লিষ্ট ৮০/১ নম্বর বাড়িটি ইতিমধ্যেই বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশেই একটি জমিতে বহুতল গড়ে উঠতে চলেছে। নোটিস দিয়ে বিপজ্জনক বাড়িটির বাসিন্দাদের অন্যত্র যাওয়ার কথা বলা হয়েছিল। আর তারই মধ্যে ঘটে গেল বিপত্তি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় একটি বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। পুরনো নির্মাণ ভাঙার কারণেই পাশের বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন শশী পাঁজা। ঘটনাটিতে কেউ আহত হননি বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, "ওই বাড়ির বাসিন্দাদের অস্থায়ীভাবে থাকার আলাদা ব্যবস্থা করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমকে আমি সবটা বলেছি। বিভিন্ন জায়গায় পুর ইঞ্জিনিয়াররা ঘুরে দেখছেন।”
গত ১৭ মার্চ রাতে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকায় ভেঙে পড়েছিল একটি নির্মীয়মাণ বহুতল। সেই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। দিন কয়েক আগে দমদমের কাছে বিরাটিরও একটি বাড়ির কার্নিস ভেঙে মারা যান এক জন। এরপর ২ এপ্রিল উত্তর কলকাতার বৌবাজারেও ভেঙে পড়ে বাড়ি। বৌবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাড়ির দেওয়াল সমেত ঘরের একাংশ ভেঙে পড়ে। মাত্র তিন দিনের মধ্যে ফের শিরোনামে কলকাতায় বাড়ি ভাঙার ঘটনা।