শেষ আপডেট: 24th March 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় তিন ইঞ্জিনিয়ারকে শোকজ করেছিল কলকাতা পুরসভা। ইতিমধ্যে বিল্ডিং বিভাগের ডিজি- র কাছে তাঁদের জবাব এসে পৌঁছেছে। সেই শোকজের জবাবে একেবারেই খুশি নয় বিল্ডিং বিভাগ। এবার তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করছে পুর কর্তৃপক্ষ।
গার্ডেনরিচ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বেআইনি নির্মাণ রুখতে তৎপর হয়েছে পুরসভা। ঘটনার দু'দিনের মধ্যেই শুভম ভট্টাচার্য, দেবব্রত ঘোষ, দেবাদিত্য পাল নামে তিন ইঞ্জিনিয়ারকে শো কজ করে পুরসভা। বেআইনি নির্মাণ থেকে শুরু করে বহুতল ভেঙে পড়ার কারণ ছাড়াও ইঞ্জিনিয়ারদের দায়িত্ব প্রসঙ্গে শোকজ করার সময় জানতে চাওয়া হয়েছিল। শোকজ করার পাশাপাশি তাঁদের কলকাতা পুরসভার অন্য বিভাগে বদলি করে দেওয়া হয়েছে।
পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, ইঞ্জিনিয়ারদের জবাবে সেই সব বিষয়ে বিস্তারিত উল্লেখ নেই। কী রয়েছে শো কজের উত্তরে? বোরোর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা লিখেছেন, সংকীর্ণ গলির ভিতর অপ্রত্যাশিতভাবে তৈরি হচ্ছিল ওই বহুতল। ভিতরে যে এতবড় বহুতল তৈরি হতে পারে ইঞ্জিনিয়ারদের কাছে তার আন্দাজই ছিল না। ফলে গলির মুখ পর্যন্ত গেলেও তার ভিতরের পরিসর খতিয়ে দেখা হয়নি। তাই তাঁদের এই উত্তরে বিল্ডিং বিভাগের শীর্ষ পুর আধিকারিকেরা সন্তুষ্ট হননি বলেই পুরসভা সূত্রে জানা গিয়েছে।
গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। শহরের বুকে এত বড় ঘটনায় পুরকর্তাদের গাফিলতি কোনওভাবেই মেনে নিচ্ছে না বিল্ডিং বিভাগ। সম্প্রতি গার্ডেনরিচে বহুতল ধুলিসাৎ হওয়ার পরেই খবরে উঠে আসে ওই এলাকার একের পর এক বেআইনি বহুতলের ছবি। সমস্যা সমাধানে শনিবার পুরসভার তদন্ত কমিটি গঠিত হয়েছে।
সাত সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম মিউনিসিপ্যাল কমিশনার, ডিজি (সিভিল), সিএমই (কঠিন বর্জ্য ব্যবস্থাপনা), ডিজি (এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজ), কলকাতা পুলিশের একজন সদস্য, বিএলআরও, কলকাতা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের আধিকারিক ডা. মুগ্ধা চক্রবর্তী।
কী কী দেখা হবে তদন্তে,পুরসভা সূত্রের খবর, গার্ডেনরিচের ওই জমির চরিত্র বদল করা হয়েছিল কিনা তা দেখা হবে তদন্তে। একইসঙ্গে কারা কিনছিলেন ওই বেআইনি বহুতলের ফ্ল্যাট, কোন উপায়ে বেআইনি বহুতলে সিএসসি সংযোগ নেওয়ার কথা ভেবেছিলেন অভিযুক্ত প্রোমোটার, সবই দেখা হবে তদন্তে। সবমিলিয়ে আপাতত ঘটনার গতিপ্রকৃতি যে দিকে এগিয়েছে, তাতে ওই ইঞ্জিনিয়ারদের যে কোনও সময়ে বিভাগীয় তদন্ত কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ জারি হতে পারে।