শেষ আপডেট: 5th July 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের ভোটে এবার চার বাঙালি নারী জয়লাভ করেছেন। তাঁরা চারজনই লেবার পার্টির প্রার্থী ছিলেন। চারজনই প্রাক্তন সাংসদ। তাঁদের অন্যতম টিউলিপ সিদ্দিক এবার মন্ত্রীও হতে পারেন।
আগের বার তিনি ছিলেন লেবার পার্টির তরফে ছায়া শিক্ষামন্ত্রী। ঋষি সুনকের সরকারের শিক্ষা সংক্রান্ত বিষয়ের ভুল-ত্রুটি চিহ্নিত করে দলের দৃষ্টি আকর্ষণ করতেন তিনি। আরও একবার লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় স্থান হয়েছিল তাঁর। এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন তিনি। বলা হয় ৪১ বছর বয়সি টিউলিপ লেবার পার্টির সম্ভাবনাময় রাজনীতিকদের একজন। তাঁর স্কুল জীবন কাটে ঢাকায়। ইংল্যান্ডে গিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্ব শেষ করেন। ইংরিজি সাহিত্য ছাড়াও রাজনীতি ও পলিসি বিষয়ে মাস্টার্স করেছেন তিনি।
টিউলিপের সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের স্থপতি প্রয়াত শেখ মুজিবের নাতনি। শেখ হাসিনার বোন, অর্থাৎ মুজিবের ছোট মেয়ে রেহানার কন্যা তিনি।
আরও যে তিন বাংলাদেশি নারী বিজয়ী হয়েছেন তাঁরা হলেন, রুপা হক, আফসানা বেগম এবং রুশনারা আলি। রুপা হক এবার নিয়ে টানা চারবার ব্রিটিশ পার্লামেন্টের ভোটে জয়ী হলেন। সাংসদ হওয়ার আগে তিনি শিক্ষকতা করতেন। বাংলাদেশের পাবনায় তাঁর পৈত্রিক বাড়ি। তিনি ব্রিটেনের প্রথমসারির দৈনিকগুলিতে তিনি নিয়মিত কলাম রেখেন।
ব্রিটেনবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে বিজয়ী হয়েছেন আফসানা বেগম। তিনিও বহু বছর সে দেশের বাসিন্দা। তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম হিজাব পরিহিত সাংসদ। গাজায় ইসলায়েলের হামলার প্রতিবাদে সংসদে তাঁর ভাষণ সাড়া ফেলেছিল।
সিলেটের আদি বাসিন্দা রুশনারা আলি এবার নিয়ে পাঁচবার বিজয়ী হলেন ব্রিটিশ সংসদে। তাঁর নিকটতম প্রার্থী ছিলেন বাংলাদেশেরই আজমল মাশরুর। তিনি ছিলেন নির্দল প্রার্থী ছিলেন।