শেষ আপডেট: 14th July 2024 10:15
দ্য ওয়াল ব্যুরো: গাছ লাগান প্রাণ বাঁচান কিংবা একটি গাছ একটি প্রাণ। এসব কথা যেন শুধুই আপ্তবাক্য হয়েই রয়ে গিয়েছে, সেই অর্থে কোনও কাজ হচ্ছে না। সবুজ ধ্বংস ঠেকাতে দেওয়া-নেওয়ার প্রথা চালু করতে চলেছে শিলিগুড়ি পুরসভা!
গাছ লাগালে ট্যাক্সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। বিশেষত, ফ্ল্যাট এলাকায়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগানো জরুরি। আমরা ঠিক করেছি, ফ্ল্যাটের ফাঁকা জায়গাগুলোতে ভাল গাছ লাগালে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের ট্যাক্সে ছাড় দেওয়া হবে। একইভাবে শহরবাসীও যদি গাছ লাগান ট্যাক্সে ছাড় পাবেন তাঁরাও।
শনিবার শিলিগুড়ি পুরসভার ‘টক টু মেয়র’ ফোন ইন লাইভ অনুষ্ঠানে একথা জানান মেয়র। আক্ষেপের সুরে তিনি বলেন, "পরিবেশ সচেতনতায় ধারাবাহিক প্রচারেও কাজ হচ্ছে না। তাই গাছ লাগানোর বিনিময়ে ট্যাক্সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যদি কিছুটা কাজ হয়।"
মেয়রের উদ্যোগের প্রশংসা করছেন পরিবেশপ্রেমীরা। একই সঙ্গে পরিবেশ সম্পর্কে শহরবাসীর উদাসীনতা নিয়েও উদ্বিগ্ন তাঁরা। শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য রূপক দে সরকার বলেন, শহরের অলিতে গলিতে ফ্ল্যাট গজিয়ে উঠেছে। সেখানে যেটুকু ফাঁকা জমি পড়ে থাকছে তাও সিমেন্ট দিয়ে বাঁধিয়ে ফেলা হচ্ছে। এই প্রবণতা খুবই খারাপ।
সবুজ ধ্বংস ঠেকাতে শহরের বাড়ি বাড়ি গাছ দত্তক নেওয়ার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। রূপকবাবুর কথায়, "গাছ লাগানোর মতো ফাঁকা জায়গা খুঁজতেও কালঘাম ছুটে যাচ্ছে। তবু অল্প সংখ্যক মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। এই সংখ্যাটা বাড়াতে হবে। তা না হলে প্রকৃতির রোষ থেকে নিজেদেরই রক্ষা করা যাবে না।