শেষ আপডেট: 9th July 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: মানিকতলা উপ নির্বাচনে অন্তর্ঘাতের প্রস্তাব এল তৃণমূল নেতা কুণাল ঘোষের কাছে! মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন কুণাল নিজেই।
কুণালের দাবি, অন্তর্ঘাতের প্রস্তাব এসেছে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের কাছ থেকে। নিজের দাবির সপক্ষে একটি অডিও ক্লিপও সংবাদমাধ্যমের সামনে আনেন তৃণমূল নেতা। যদিও ওই অডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
কুণাল জানান, গত রবিবার ৭ জুলাই রাত সাড়ে ১১টায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাঁকে ফোন করেছিলেন। তৃণমূল নেতা জানান, "আমাকে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাবও দিয়েছেন বিজেপি প্রার্থী।"
আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনে উপ নির্বাচন হবে। মানিকতলা তারই অন্যতম। এই কেন্দ্রে বিজেপি এবারেও প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে। অন্যদিকে প্রয়াত মন্ত্রী-বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল।
বেছে বেছে কুণালকেই কেন অন্তর্ঘাতের প্রস্তাব?
মানিকতলা উপ নির্বাচনের জন্য স্বয়ং তৃণমূল নেত্রী চারজনের যে কোর কমিটি গঠন করে দিয়েছেন, তাতে নাম রয়েছে কুণালেরও। তাছাড়া মোহনবাগানের সহ সভাপতি পদেও রয়েছেন কুণাল। সেই সূত্রে কল্যাণ তাঁর পূর্ব পরিচিত। সেকারণেই কল্যাণ তাঁকে ফোন করে এই প্রস্তাব দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতার।
কুণালের কথায়, "প্রতিপক্ষর কাছে সহযোগিতা চাইতে পারেন, তা বলে ঘুষ দেওয়ার প্রবণতা! এটা অত্যন্ত নিম্নমানের, সঙ্কীর্ণ মানসিকতার প্রকাশ।"
তিনি যে প্রলোভনের কাছে মাথা নত করেন না, তা স্পষ্ট করে কুণালের দাবি, " আমার জীবনে অনেক ঝড় জলের পর কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করতে চেয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করেছিলাম।"
যদিও পরে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন, "আমি সকলের কাছে ভোট প্রার্থনা করছি। সে হিসাবে কথা বলেছি। কিন্তু আমি কোনও প্রতিশ্রুতি দিয়েছি এটা ভুল কথা। পুরো অডিও ক্লিপিং শোনালে সেটা বোঝা যাবে।" একই সঙ্গে তাঁর অভিযোগ, "কুণাল ঘোষ নিজে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমার কাছে এসেছিল ২০১৯ এর আগে। তখন বিজেপি ওকে নেয়নি।"
কল্যাণ চৌবের পুরো অডিও এক ঘন্টা পর।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 9, 2024
দেখবেন-
1) ধর্মেন্দ্র প্রধান ইস্যুতে ক্ষমা চেয়েছে।
2) আমার বিজেপি যোগের গল্প নিয়ে একটি শব্দ নেই।
3) ভোটে সাহায্য চেয়ে বিনিময়ে পদ দেওয়ার কথা বলেছে।
রাত আটটায় মিলিয়ে নেবেন।
পাল্টা বিবৃতিতে কুণাল আবার কল্যাণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।