শেষ আপডেট: 2nd August 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো: হকার উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছে রাজ্য সরকার। পরিসংখ্যান তুলে ধরে শুক্রবার এই অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অর্জুন সিং।
এদিন নৈহাটির গৌরীপুর সিং ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন অর্জুন। সেখানে বিজেপি নেতার অভিযোগ, "রেলের দখলদারদের উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যজুড়ে ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের ক্ষেত্রে উনি পুনর্বাসন দিচ্ছেন না। তাহলে এটা কি দ্বিচারিতা নয়?"
একই সঙ্গে অর্জুনের আরও অভিযোগ, বিরোধীদের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিলেও, তৃণমূলের পার্টি অফিসগুলোকে ওয়ার্ড অফিসে পরিণত করা হচ্ছে।
বলপূর্বক হকার উচ্ছেদের প্রতিবাদে এবার বিজেপি রাস্তায় নেমে আন্দোলনে নামবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। হকারদের পুনর্বাসনের দাবিতে জেলাজুড়ে জোরদার আন্দোলন সংগঠিত করার পাশাপাশি পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেবেন বলেও জানান তিনি।
শিল্পের প্রশ্নেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিং বলেন, "শিল্পের জমিতে শিল্প হবার প্রতিশ্রুতি দিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কাঁচড়াপাড়া থেকে ডানলপ পর্যন্ত বন্ধ থাকা কারখানার একটাও খোলেনি। উল্টে শিল্পাঞ্চলে ৭০ থেকে ৭২টি কারখানা বন্ধ হয়েছে।"
এদিনের সাংবাদিক বৈঠকে অর্জুন এ অভিযোগও করেন, লোকসভা ভোটের মুখে গৌরীপুর জুটমিল খোলার আশ্বাস দিয়ে ভোট আদায় করেছিল তৃণমূল। এলাকার মানুষ বুঝতে পারছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে তৃণমূল।