শেষ আপডেট: 6th July 2024 08:22
দ্য ওয়াল ব্য়ুরো: হাথরাসের মর্মান্তিক পদপৃষ্টের ঘটনায় প্রধান অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হবে বলে জানিয়েছেন হাথরাসের পুলিশ সুপার নিপুন আগরওয়াল।
স্বঘোষিত গুরু সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার সহযোগী হিসেবে পরিচিত এই দেবপ্রকাশ। পদপৃষ্টের ঘটনার পর থানায় দায়ের করা এফআইআরে নাম ছিল দেবপ্রকাশের। একটি ভিডিও বার্তায়, মধুকরের আইনজীবী এপি সিং দাবি করেছেন, যে তার মক্কেল দিল্লিতে আত্মসমর্পণ করেছেন।
ভিডিও বার্তায় এপি সিং বলেছেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আগাম জামিনের জন্য আবেদন করব না কারণ আমরা কোনও ভুল করিনি। আমাদের অপরাধ কি? মধুকর একজন হার্টের রোগী। তাসত্ত্বেও হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।"
এর আগে সৎসঙ্গের আয়োজক কমিটির দুই মহিলা স্বেচ্ছাসেবক-সহ ছ'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ভোলেবাবার বিরুদ্ধে এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের প্রয়োজনে ভোলে বাবাকেও জেরা করা হতে পারে।
পুলিশ সূত্রের খবর, দেবপ্রকাশ মধুকর ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। পরে ভোলে বাবার আশ্রমের প্রধান সহযোগী হয়ে ওঠেন। মঙ্গলবার পদপৃষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তখন থেকেই পলাতক ছিলেন মধুকর। তাকে গ্রেফতারের জন্য ১ লক্ষ টাকা পুরষ্কারও ঘোষণা করেছিল পুলিশ।
ধৃতর বিরুদ্ধে জামিন অযোগ্যধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর আগে ময়নপুরির রাম লাদেত (৫০), ফিরোজাবাদের উপেন্দ্র সিং যাদব (৬২), হাথরাসের মেঘ সিং (৬১), মঞ্জু যাদব (৩০), মুকেশ কুমার (৩৮) এবং মঞ্জু দেবী (৪০) কে গ্রেফতার করেছিল পুলিশ।