শেষ আপডেট: 6th July 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: হাথরাসের মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই তিনি 'নিখোঁজ'। যদিও একাধিকবার বার্তা দিচ্ছে স্বঘোষিত ধর্মগুরু 'ভোলে বাবা'। ঘটনার পর থেকে তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি, পুলিশও যে তাঁকে খুঁজে পেতে খুব মরিয়া চেষ্টা করেছে এমনটাও নয়। তবে অবশেষে ওই ধর্মগুরুর বিরুদ্ধে মামলা হল পাটনা আদালতে।
উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে হুঁশিয়ারি দিয়েছেন যে, দোষীদের রেয়াত করা হবে না। কিন্তু হাথরাস কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত 'ভোলে বাবা'র কোনও খোঁজই মিলছি না। হালে তাঁর একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। এরপরই পাটনা আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল।
এই মামলার দায়েরের আগে স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে 'ভোলে বাবা'র সহযোগী হিসেবে পরিচিত দেবপ্রকাশ মধুকরকে শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পদপৃষ্টের ঘটনার পর থানায় দায়ের করা এফআইআরে নাম ছিল দেবপ্রকাশের। গত মঙ্গলবার পদপৃষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তখন থেকেই পলাতক ছিলেন মধুকর। তাকে গ্রেফতারের জন্য ১ লক্ষ টাকা পুরষ্কারও ঘোষণা করেছিল পুলিশ।
এসবের মাঝেই আবার সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন 'ভোলে বাবা'। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তাঁর বক্তব্য, "২ জুলাইয়ের ঘটনার জন্য আমি গভীর ভাবে ব্যথিত। প্রভু আমাদের এই কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়ার শক্তি দিন।" পাশাপাশি বাবার পরামর্শ, "প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। আমার বিশ্বাস, যাঁরা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, যাঁরা প্রকৃত দোষী, তাঁদের শাস্তি হবে।" এর আগে এক বার্তায় তিনি দাবি করেছিলেন, তাঁর দুর্নাম করার জন্য সমাজ বিরোধীরা এই কাজ করেছে।
'ভোলে বাবা'কে কি গ্রেফতার করা হবে? এই ইস্যুতে অবশ্য পুলিশের বক্তব্য, ঘটনার তদন্ত সবে শুরু হয়েছে এবং সেই প্রেক্ষিতেই গ্রেফতারি হবে। প্রয়োজন পড়লে স্বঘোষিত সেই ধর্মগুরুকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তারা এও বলছে, 'ভোলে বাবা' এই ঘটনার সঙ্গে কতটা জড়িত রয়েছেন তা তদন্তসাপেক্ষ।