শেষ আপডেট: 10th May 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলা সিনেমার পর্দায় শুরু হল নতুন গানের অনুষ্ঠান। পুরনো দিনের বাংলা ও হিন্দি ভাষার গান গাইবেন শিল্পীরা। আর এই গানের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখা যাবে প্রতি সোম থেকে রবি সকাল সাড়ে ১০টায়। সেই সঙ্গে দর্শকরা জানতে পারবেন সমস্ত গানের নেপথ্য কাহিনি। এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন প্রাক্তন রেডিও সঞ্চালক নীলাঞ্জন মুখোপাধ্যায়।
টেলিভিশনের পর্দায় নানা ধরনের খেলা, নতুন ধারাবাহিক, টক শো লেগেই থাকে। কিন্তু এই 'সং কানেকশন' বা গানের অনুষ্ঠান অন্যান্য মিউজিক্যাল শোয়ের মতোই নয়, এই শোটি সিনেমার অন্দরে একটি যাত্রার মতো । এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক তাঁদের প্রিয় গানের নেপথ্যের মজার আখ্যান এবং সেই সমস্ত কিংবদন্তি ব্যক্তিত্বদের গভীরভাবে অনুসন্ধান করবেন যারা সেগুলিকে জীবন্ত করে তুলেছেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রত্যেক গান তৈরির পিছনের গল্প, হাঁসি-মজার ঘটনা এবং সিনেমাটিক কিংবদন্তিদের থেকে অনুপ্রেরণাদায়ক যে গল্প গুলো রয়েছে তা বাঙালি দর্শকরা শুনবে। যা হিন্দি এবং বাংলা সিনেমার জনপ্রিয়তার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। সিরিয়াল-সিনেমার পর এবার নন-ফিকশন শোয়ের সঞ্চালক অভিনেতা। তাঁর কথায়, 'এই প্রথম একটা নন-ফিকশন শো করছি। সঞ্চালক হিসেবে তাঁর নতুন জার্নি। সব মিলিয়ে একটা উত্তেজনা যেমন আছে তেমনই একটু টেনশনও রয়েছে। একটা নতুন ধরনের কাজ। দর্শক আমাকে এবার নতুনভাবে দেখতে পাবেন, নিজেকেও নতুনভাবে খোঁজার পালা। পুরনো দিনের গান, তাদের নেপথ্য কাহিনি। সব মিলিয়ে এমন একটা শো হতে চলেছে যা আমি নিজে দেখতে পছন্দ করব। আশা করছি দর্শকও এই শো ভালবাসবেন।'