শেষ আপডেট: 29th December 2023 19:41
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ তাঁর সুরে বাংলা ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং। তাও আবার একটা নয়, একেবারে তিনটে। এবার বছরের শেষে আরও একটি স্বপ্নপূরণ হল সঙ্গীতশিল্পী রণজয় ভট্টাচার্যের। তাঁর সুরে তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পারিয়া’র টাইটেল ট্র্যাক গাইলেন দেশের আরও এক বিখ্যাত গায়ক সোনু নিগম। ঋতম সেনের লেখা এই গানটি বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে। তাও আবার যশ রাজ ফিল্মস স্টুডিওতে।
প্রথমবার সোনু নিগমের সঙ্গে কাজ করে স্বভাবতই উচ্ছ্বসিত রণজয়। একইসঙ্গে উত্তেজিতও। সোনু নিগমের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে সেসব কথাই লিখেছেন। রণজয় বলেন, “যখন প্রথম ‘পরদেশ’ ছবির ‘ইয়ে দিল দিওয়ানা’ গানে এই কণ্ঠের সঙ্গে আমার পরিচয় হয়, তখন আমি ক্লাস ফাইভের পড়ুয়া। এরপর তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান শুনে আমরা মন্ত্রমুগ্ধ হয়েছি। ১৯৯৭ সাল থেকে ২০২৩-এর ২৮ ডিসেম্বর এসে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।”
এরপর রণজয় আরও বলেন, “কিংবদন্তি সোনু নিগম আমার সুরে গান গেয়েছেন এবং একটা দুর্দান্ত কাজ হল। আমরা যারা বৃহস্পতিবার রাতে স্টুডিওতে উপস্থিত ছিলাম, তাঁদের জন্য সত্যিই অবিস্মরণীয় অভিজ্ঞতা হল। আমার বাকেট লিস্টের আরও একটি ইচ্ছেপূরণ হল। সোনু নিগমকে ধন্যবাদ! আপনি অতুলনীয়! সূত্রের খবর, ‘পারিয়া’ যেহেতু অ্যাকশনধর্মী ছবি, তাই এর গানগুলিও তেমনই রক্তগরম করা। সোনুর কণ্ঠেও তেমনই একটি গান শোনা যাবে।