শেষ আপডেট: 7th February 2024 10:29
দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেল মেখলা দাসগুপ্তের নতুন গান 'ভেজা ভেজা স্বপ্নগুলো - না বলা প্রেমের গান'। আশা অডিও থেকে এই গানটি মুক্তি পেয়েছে। এটি লিখেছেন ও সুর করেছেন শ্রিরাজ মিত্র। আরেঞ্জমেন্ট করেছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী রকেট মন্ডল।
সম্প্রতি গানটি লঞ্চ হল 'আশা অডিও' থেকে। সেখানে উপস্থিত ছিলেন অভিজিৎ সেন, আশা অডিও-র ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী।
'বৃষ্টি ভেজা স্বপ্নগুলো' একটি মেয়ের অপূর্ণ প্রেমের গান। মেয়েটি একাই ভালোবাসে, কিন্তু মনের মানুষকে সে কথা বলতে পারে না। আনন্দের মধ্যেও যেন তার মনে বেজে যায় বিষাদের সুর। মনে পড়ে সেই ভালবাসার মানুষের কথা, যাকে ঘিরে সে একদিন স্বপ্ন দেখেছিল। তবুও আশায় সে দিন কাটায়। ভাবে কোনোদিন হয়তো তার অপূর্ণ ভালবাসা পূর্ণতা পাবে।
গানটি নিয়ে মেখলা বলেন, 'এই গানটি দেখে সবাই কী ভাবছে তার জন্য অপেক্ষায়। আমি এত গান করেছি তবে এই গানটা আমার বড্ড প্রিয়। এত ভালো মেলোডি আছে গানটায়, যে আমি নিজেও গেয়ে খুব আনন্দ পেয়েছি। এর সঙ্গে গিটার ও ভায়োলিনের সুর যেন গানটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। গানটির মধ্যে বেদনার ছায়া যেন মন ছুঁয়ে যায়। এছাড়াও সিরাজ দা, অপেক্ষা আর রকেট দার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।'
'ভেজা ভেজা স্বপ্ন' গানটি সেইসব প্রেমিকদের লক্ষ্য করে বানানো, যাঁদের প্রেম অপূর্ণই রয়ে গেছে। এই ভালবাসার মাসে যারা ভালবাসার মানুষদের মনের কথা বলতে পারবে না তাঁদের জন্য এই গান। মেখলার কণ্ঠে যেন এই গান আরও শ্রুতিমধুর হয়ে ওঠে। মনের সমস্ত মাধুরী মিশিয়ে মেখলা গানটি গেয়েছেন। অপেক্ষা যে আমাকে ভরসা করে আমাকে এই গানটি তৈরি করতে দিয়েছে সেটাই আমার অনেক পাওয়া। শুধু তাই না শিল্পী হিসেবে আমাকে সম্পূর্ণ স্বাধীনতাও দিয়েছে।' বলেন শ্রিরাজ মিত্র।
আশা অডিও-র ডিরেক্টর অপেক্ষা লাহিড়ীও খুব খুশি প্রকাশ করেন এই গানটি নিয়ে। বলেন, 'আশা অডিও প্রায় তিন যুগ ধরে ভালো গান তৈরি করছে। অনেক জ্ঞানীগুণী গায়ক- গায়িকাদের সঙ্গে আমরা কাজ করেছি। মেখলা আর শ্রিরাজের সঙ্গেও এর আগে কাজ করেছি। 'ভেজা ভেজা স্বপ্ন- না বলা প্রেমের গান'-এ একটা পুরনো গানের ছোঁয়া আছে। মেখলার স্বর সেটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।'
ভিডিওতে অভিনয় করেছেন তুইন চক্রবর্তী ও পলাশ গাঙ্গুলি। ভিডিও দেখা যাবে ইউটিউবে।