শেষ আপডেট: 23rd March 2024 17:34
শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'সেই পরনে শার্ট ও ধুতি
একই রকম বসন তো,
হেমন্ত নাম হলে কী হয়
কণ্ঠে আছে বসন্ত।'
সাংবাদিক অমিতাভ চৌধুরী এমন পদ্যই লিখেছিলেন কিংবদন্তী গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায় শুধু গায়ক নন, অসামান্য সুরকারও। একাধারে তিনি গায়ক, সঙ্গীত পরিচালক, প্রযোজক,পরিচালক। সর্বোপরি সে সময়কার ইন্ডাস্ট্রিতে এক পরোপকারী মানুষ। তাই তাঁকে আজও এত মানুষ মনে রেখেছেন। শতবর্ষ পার করেও হেমন্ত মুখোপাধ্যায়ের ক্যারিশমা এতটুকু কমেনি। এবার ঠাকুরপুকুর সৃজনছন্দের দশম বার্ষিকী উৎসবের নিবেদন 'হেমন্ত সন্ধ্যা'। পরিচালনায় তবলিয়া দীপঙ্কর আচার্য, যিনি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও সঙ্গত করেছেন তবলায়। আগামী ২৪ মার্চ রবিবার ঠিক দোলের আগের দিন রবীন্দ্রসদনে বিকেল ৫টা থেকে শুরু হবে হেমন্ত জলসা।
৩০টি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের ও সুরারোপিত গান গাইবেন বিখ্যাত শিল্পী থেকে ঠাকুরপুকুর সৃজনছন্দের ছাত্রছাত্রীরা। দীপঙ্কর আচার্য ও তাঁর স্ত্রী নমিতা আচার্যর হাতেগড়া প্রতিষ্ঠান 'ঠাকুরপুকুর সৃজনছন্দ'। এর আগে সলিল চৌধুরী সন্ধ্যা, নচিকেতা ঘোষ- সন্ধ্যা, অভিজিৎ বন্দোপাধ্যায়-নির্মলা মিশ্র সন্ধ্যা করেছে এই প্রতিষ্ঠান।
আগামী রবিবার এই হেমন্ত সন্ধ্যায় রবীন্দ্রসদনে গানে-গল্পে হবে হেমন্ত স্মরণ। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান গেয়েছেন খুব কাছ থেকে দেখেছেন হৈমন্তী শুক্লা। হৈমন্তীর প্রথমদিকের বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের সুরেই। হৈমন্তী শুক্লা তাঁর হেমন্তদার গানে ও গল্পে উপস্থিত থাকবেন। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের সহকারী ছিলেন মিউজিশিয়ান বুদ্ধদেব গাঙ্গুলি। তরুণ মজুমদারের ছবিতেও হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন বুদ্ধদেব গাঙ্গুলি। যিনিও বলবেন হেমন্তদার কথা। স্বর্ণযুগের গীতিকার প্রণব রায়ের পুত্র প্রদীপ্ত রায় ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের ছেলে পিয়াল বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
গানে গানে ভরে উঠবে অনুষ্ঠান কারণ শ্রীকান্ত আচার্য গাইবেন হেমন্ত গান। যাঁর কণ্ঠেই নব্বই দশকে বাঙালি পেয়েছিল হেমন্ত নস্ট্যালজিয়া। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন তৃষা পাড়ুই, সুদেষ্ণা গাঙ্গুলি, বৃষ্টিলেখা নন্দিনী, অমিত গাঙ্গুলি, শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।
ঠাকুরপুকুর সৃজনছন্দের সদস্য শিল্পীরাও হেমন্ত মুখোপাধ্যায়ের গানে গানে ভরিয়ে তুলবেন অনুষ্ঠান। নৃত্যে শিউলি মণ্ডল।
সঞ্চালনার দায়িত্বে আছেন সবার প্রিয় দেবাশিস বসু। দেবাশিস গানের ফাঁকে ফাঁকে শোনাবেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান তৈরির নানা গল্প।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দীপঙ্কর আচার্যর এই ভাবনা সত্যি প্রশংসনীয়।
ঠাকুরপুকুর সৃজনছন্দের হেমন্ত সন্ধ্যা অনুষ্ঠানে রবীন্দ্রসদনে প্রবেশ অবাধ রাখা হয়েছে। সকল হেমন্তপ্রেমী দর্শক টিকিট ছাড়াই গান শুনতে আসতে পারবেন।