শেষ আপডেট: 2nd May 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার পঞ্চায়েত অফিসে শ্যুট আউট। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন দুজন। তাঁদের একজনের পায়ে গুলি লেগেছে বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ভরদুপুরে এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টা নাগাদ তিনজন দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে ঢোকে। প্রধানের খোঁজ করে তারা। তারপরেই গুলি ছুড়তে শুরু করে। গুলি লেগে ঝনঝন করে ভেঙে পড়ে কাচের দরজা-জানলা। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কর্মচারীরা। ছোটাছুটি শুরু হয়ে যায়। পালানোর সময় গুলি লাগে দুজনের। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুলি চালানোর অভিযোগ উঠেছে, এই পঞ্চায়েতেরই এক প্রাক্তন সদস্যের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নামানো হয় ব়্যাফ।
পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ বলেন, "আমি অফিসে বসে কাজ করছিলাম। ঘরে কয়েকজন সদস্যও ছিল। হঠাৎই তিন যুবক ঘরে ঢুকে পড়ে। ওরা আমার খোঁজ করছিল। সদস্যরা কিছু বলার আগেই গুলি চালাতে শুরু করে। আমি কোনওমতে টেবিলের নীচে ঢুকে পড়ে আত্মরক্ষা করি। কিন্তু আমার বাবা ও কাকার গায়ে গুলি লেগেছে। প্রাক্তন সদস্য শেখ সাজিদই এই কাণ্ড ঘটিয়েছে। ওঁর লোকেরাই গুলি চালিয়েছে। আমি পুলিশকে সবটাই জানিয়েছি। দেখা যাক পুলিশ কী ব্যবস্থা নেয়।"
ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। পঞ্চায়েত অফিস ও লাগোয়া এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো। তিনি বলেন, ‘‘গুলি চলেছে। তবে সরাসরি গুলিতে কেউ জখম হননি। আমরা সিসিটিভি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করব।" গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে তিনি বলেন, "গোষ্ঠীদ্বন্দ্ব কিনা, তা এখনই বলতে পারব না। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।’’