শেষ আপডেট: 21st November 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার স্পুটনিক ভি টিকা চলে এসেছে ভারতে। অক্সফোর্ড, ফাইজার বা মোডার্নার টিকার আগেই প্রথম কোনও বিদেশি কোম্পানির টিকা চলে এল দেশে। ডক্টর রেড্ডিসের সঙ্গে চুক্তির ভিত্তিতে ভারতে এই টিকার ট্রায়াল শুরু করবে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। জানা গেছে, টিকার ট্রায়ালের অনুমতি দিয়ে দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোল। আগামী সপ্তাহ থেকেই টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে যাবে। কোন কোন শহরে রুশ টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে সেটা এখনও জানা যায়নি। তবে টিকার গুণমান ও সুরক্ষা যাচাই করে তবেই স্বেচ্ছাসেবকদের ইঞ্জেকশন দেওয়া হবে বলে জানিয়েছিল ড্রাগ কন্ট্রোল। শোনা গিয়েছে, প্রথমে স্বল্প সংখ্যক স্বেচ্ছাসেবককে টিকা দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যাডভার্স সাইড এফেক্টস হচ্ছে কিনা নজর রাখা হবে। টিকা ভারতীয় স্বেচ্ছাসেবকদের শরীরে কার্যকরী হচ্ছে বোঝা গেলেই পরের পর্যায়ে আরও বেশি সংখ্যককে টিকা দেওয়া হবে। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকরী ঘোষণা করার পরেই রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট দাবি করে স্পুটনিক ভি টিকা ৯২ শতাংশ ক্ষেত্রে কার্যকরী প্রমাণিত হয়েছে। ১৮ জুন থেকে টিকার ট্রায়াল শুরু করে গ্যামেলিয়া। ৭৬ জন স্বেচ্ছাসেবককে দুটি দলে ভাগ করে টিকা দেওয়া হয়। প্রথম ৩৮ জনকে লিকুইন ভ্যাকসিন ইনজেক্ট করা হয়, বাকি ৩৮ জনকে টিকার পাউডার দেওয়া হয়। অক্সফোর্ডের মতো অ্যাডেনোভাইরাসের দুর্বল স্ট্রেনকে ভেক্টর হিসেবে ব্যবহার করে টিকা তৈরি করেছে রাশিয়া। টিকার ট্রায়ালের রিপোর্ট এনে রুশ কোম্পানি দাবি করেছে, এই টিকার ডোজে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে স্বেচ্ছাসেবকদের। ভাইরাসের সঙ্গে লড়াই করার মতো ইমিউন পাওয়ার তৈরি হচ্ছে শরীরে। রাশিয়ার তৈরি করোনার টিকা ভারতেও উৎপাদন ও বিতরণ করা হবে, এমন কথাবার্তা চলছিলই। গতমাসে হায়দরাবাদের ডক্টর রেড্ডিস ল্যাবকে টিকার ডোজ বিক্রি করেছে রাশিয়ার ভ্যাকসিন বিতরণের দায়িত্বে থাকা ডাইরেক্ট ইনভেস্ট ফান্ড (আরডিআইএফ) । রুশ টিকার ট্রায়াল ও বিতরণের জন্য রেড্ডিসের সঙ্গে চুক্তি হয়েছে রাশিয়ার ভ্যাকসিন নির্মাতা সংস্থা গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের। প্রাথমিকভাবে যা কথা হয়েছে তাতে ১০ কোটি টিকার ডোজের জন্য রেড্ডি’স-এর সঙ্গে চুক্তি হয়েছে গ্যামেলিয়ার। আগামী সপ্তাহ থেকে টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলবে। এই ট্রায়ালের রিপোর্ট খুঁটিয়ে দেখবে দেশের ভ্যাকসিন রেগুলেটরি কমিটি। ডক্টর রেড্ডি’স ল্যাবের কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ বলেছেন, ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকা মেনেই টিকার ট্রায়াল হবে। স্পুটনিক ভি টিকা প্রয়োগের আগে সুরক্ষা যাচাই করে নেওয়া হবে। প্রতি পর্বে টিকার সেফটি ট্রায়ালের রিপোর্ট জমা করা হবে।