শেষ আপডেট: 14th August 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ডাক্তাররা। রোগী ও তাঁদের পরিবারের হয়রানি দেখে রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে খোলা থাকল ওপিডি। সেগুলির মধ্যে একটি বসিরহাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল।
এই হাসপাতালে উপর নির্ভরশীল বসিরহাট সহ সুন্দরবনের ১০টি ব্লকের প্রায় ৩০ লক্ষ মানুষ। প্রতিদিন রোগীদের ভিড় থাকে সেখানে। কলকাতায় না গিয়ে বহু মুমূর্ষু রোগীরাও চিকিৎসা করাতে আসেন এই হাসপাতালে। তাঁদের কথা ভেবে ওপিডি চালু রাখলেন বসিরহাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তাররা। পুরদমে খোলা থাকল আউটডোর।
দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তবে চিকিৎসা ব্যবস্থা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে ডাক্তারদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। তাঁদের একাংশ কর্মবিরতি মানছেন না। নার্সরাও পরিষেবা চালিয়ে যাচ্ছেন। রোগী পরিষেবা চালিয়েই আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। বসিরহাট হাসপাতালের ডাক্তারবাবুরা সেকথা মানলেন। তাঁদের কথায়, চিকিৎসা পরিষেবার পেতে দূরদূরান্ত থেকে এই হাসপাতালে বহু মানুষ। তাঁদের ভোগান্তি দিকে তাকিয়ে হাসপাতালে পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই দুপুর দুটো পর্যন্ত আউটডোর খোলা ছিল। রোগী ভিড় সামান্য কমলে জরুরি বিভাগের পরিষেবা চালু রেখে তিনটে থেকে তাঁরা আন্দোলনে নামছেন।
পরিষেবা চালু থাকায় খুশি সাধারণ মানুষ। হাসপাতালে ডাক্তারদের তাঁরা শুকমনা জানিয়েছেন। পাশাপাশি আরজি কর হাসপাতালে নিন্দায় সরব হয়েছেন তাঁরা।
এদিন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন রুনা খাতুন। তিনি বলেন, "ডাক্তাদের আমরা ভগবানের হিসাবে দেখি। অন্যান্য জায়গায় পরিষেবা বন্ধ রয়েছে। কিন্তু বসিরহাটে পরিষেবা চালু রয়েছে। ডাক্তারবাবুরা খুব ভালো ভাবেই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। তাতে আমরা খুশি।" রুনার মতো সনিয়া ইয়াসমিনও এসেছিলেন সার্জারি বিভাগের ডাক্তারের কাছে। আউটডোর খোলা পেয়ে তিনি সন্তুষ্ট।