শেষ আপডেট: 10th September 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাস্তায় পড়ে অসুস্থ অবস্থায় ছটফট করছিলেন এক যুবক। ব্যস্ততম এলাকায়। একশ মিটারের মধ্যেই রয়েছে হাসপাতাল। কিন্তু পথ চলতি কেউ ঘুরেও তাকালেন তাঁর দিকে। এভাবেই রাস্তায় পড়ে বিনা চিকিৎসায় মারা গেলেন ভবঘুরে এক যুবক। বসিরহাটের পুরসভা এলাকায় এমনই অমানবিক দৃশ্য দেখা গেল।
বসিরহাট পুরসভা ৫ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর ঘাটের কাছে ৩৫ বছরের ওই ভবঘুরে যুবক শুয়েছিলেন। অসুস্থ অবস্থায় ছটফট করছিলেন। পথ অনেকেই তাঁকে ওই অবস্থায় দেখেছেন ঠিকই। কিন্তু পাশ কাটিয়ে চলে গেছেন। নাম পরিচয়হীন ওই যুবককে হাসপাতালে পাঠানোর জন্য কেউ উদ্যোগই নেননি। অবশেষে সেখানেই পড়ে থাকতে থাকতে মৃত্যু হয় তাঁর। স্থানীয় জনপ্রতিনিধি রাণা দাশ সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান। পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের দেহ জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে।
স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, ওই যুবককে আগে কখনই এলাকায় দেখা যায়নি। ভবঘুরে ওই যুবক সোমবার থেকে সেখানে পড়েছিলেন। নড়াচড়াও করেছিলেন। মঙ্গলবার সকালে কয়েকজন বুঝতে পারেন যে ওই যুবক নড়াচড়া করছেন না। তাই এলাকার জনপ্রতিনিধি রাণা দাশকে খবর দেওয়া হয়েছিল। তাঁর উদ্যোগেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাদের ঘটনাস্থলে পৌঁছনর আগেই মৃত্যু হয় ওই যুবকের।
এরপরেই এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। আরজি করের চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় পথে নেমেছেন বাংলার মানুষ। বসিরহাট শহর জুড়ে দিনভোর নারী সুরক্ষা নিয়ে আন্দোলন চলছে। কিন্তু হাসপাতাল কাছে থাকা সত্বেও সাহায্য় না পেয়ে বিনা চিকিৎসায় ভবঘুরে যুবকের মৃত্যু অমানবিকতার দৃষ্টান্ত হয়ে রইল।