শেষ আপডেট: 4th September 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সিবিআই গ্রেফতার করার পর মঙ্গলবারই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাসকেও এবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
আরজি কর কাণ্ড নিয়ে গোটা রাজ্য উত্তাল। তারই মধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর পদে কর্মরত বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও সরব হন ছাত্ররা। তাঁদের অভিযোগ, সন্দীপ ঘোষের একান্ত ঘনিষ্ঠ এই নেতার 'দাদাগিরি'তে
রীতিমতো অতিষ্ঠ তাঁরা। তাঁকে নিয়ে এই চাপানউতোরের মধ্যেই একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এই ভাইরাল অডিওতে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতে শোনা যায় তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসকে। ভাইরাল সেই অডিয়ো ক্লিপ চিকিৎসকদের গ্রুপে গ্রুপে ঘোরে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন বিরূপাক্ষ।
বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করে দেওয়ার পরেও বিরূপাক্ষ একে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বলে মানতে নারাজ। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আট মাস আগেই এই বদলির কথা ছিল। কিন্তু বর্ধমান থেকে আমাকে রিলিজ করা হচ্ছিল না। পুরোপুরি মেরিটের ভিত্তিতে এই বদলির তালিকা তৈরি করা হয়েছে। কোনওভাবেই এটা শাস্তিমূলক ব্যবস্থা নয়।"
চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিরূপাক্ষ বিশ্বাস-সহ যে নামগুলি মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে এদের জেলে থাকার কথা। এখন বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা প্রতিরোধে সামিল হয়েছেন, তাই ওকে বাঁচাতে বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি করা হয়েছে। তবেও ওখানেও ওকে ঢুকতে দেওয়া হবে না।