শেষ আপডেট: 9th September 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সোমবার সকাল থেকে জোরদার তল্লাশি শুরু হল আসানসোলের সালানপুরের দুটি বাড়িতে। সাতসকালেই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। দুর্গাপুরে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার ছিনতাই মামলাতেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সালানপুর থানার পিঠাকেয়ারি এলাকায় বাড়ি ব্যবসায়ী পৃথ্বীরাজ জয়সওয়ালের। অন্যদিকে রূপনারায়ণপুরের হঠাৎ কলোনির বাসিন্দা ব্যবসায়ী অজয় দাস। দুটি বাড়িতেই অভিযান শুরু করে পুলিশ। দুর্গাপুর থানা, সালানপুর থানা ও রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ একযোগে এই দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান শুরু করে।
দিল্লির ব্যবসায়ীর থেকে কোটি টাকা লুঠের ঘটনায় ইতিমধ্যে ২ পুলিশ অফিসার সহ ৬ জনকে গ্রেফতার করেচে পুলিশ। শনিবার আদালতে তোলা হয় তাদের। বৃহস্পতিবার আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে পিয়ালা কালী বাড়ির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মুকেশ চাওলা রেলের একজন ঠিকাদার। কলকাতা যাচ্ছিলেন নগদ ১ কোটি ১ লক্ষ টাকা জমা দিতে। সেই সময় ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ ছ'জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মী একজন বহিষ্কৃত পুলিশ কর্মী ও বাকি তিনজন ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের জেরা করেই এই ঘটনায় আরও বেশ কয়েকজনের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ। শুরু হয় অভিযান।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) অভিষেক গুপ্তা শুক্রবার সন্ধেতেই সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই পুলিশ অফিসারের মধ্যে একজন সাসপেন্ড হয়ে আছেন। তিনি ক্রাইম ব্রাঞ্চে ছিলেন। অন্যজন রাজ্য পুলিশের। সিআইডির দুর্গাপুরে কর্মরত এক কনস্টেবলও আছেন। এও জানান, পুলিশ বলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন আইনের পথেই চলবে। পুলিশ কমিশনার এমনই নির্দেশ দিয়েছেন। খুব শীঘ্রই যে খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হবে, সেই ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।