Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিখরচায় সাংবাদিকতার ইন্টার্নশিপ উইমেন্স কলেজ, ক্যালকাটায়চ্যাট জিপিটি ব্যবহারে উপকৃত নারায়ণ মূর্তি! ৩০ ঘণ্টার কাজ হচ্ছে মাত্র ৫ ঘণ্টায়Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়াবেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্য
IIT Guwahati

আইএসআইএসে যোগদানের কথা জানিয়ে খোলা চিঠি, অসম থেকে আটক আইআইটি গুয়াহাটির ছাত্র

অসম থেকে পড়ুয়াকে আটক করা হয়েছে। 

আইএসআইএসে যোগদানের কথা জানিয়ে খোলা চিঠি, অসম থেকে আটক আইআইটি গুয়াহাটির ছাত্র

শেষ আপডেট: 24 March 2024 20:28

দ্য ওয়াল ব্যুরো: আইএসআইএসে যোগ দিয়েছি! চাঞ্চল্যকর পোস্ট করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন আইআইটি গুয়াহাটির মেধাবী ছাত্র। লিঙ্কডইন ওয়েবসাইটে পড়ুয়ার খোলা চিঠি দেখে শোরগোল পড়ে যায়। তাঁকে খুঁজতে শুরু করে পুলিশ। অবশেষে অসম থেকে পড়ুয়াকে আটক করা হয়েছে। 

অভিযুক্তকে অসমের হাজো থেকে শনিবার ওই আইআইটির ছাত্রকে আটক করেছে পুলিশ। রবিবার তাঁকে গুয়াহাটি আদালতে তোলা হয়। আপাতত ১০ দিনের পুলিশি হেফাজত হয়েছে ওই পড়ুয়ার।

অসম পুলিশের এসটিএফ আইআইটি গুয়াহাটির চতুর্থ বর্ষের ছাত্র তৌসিফ আলি ফারুকিকে আটক করেছে। তার কাছ থেকে একটি কালো রঙের পতাকা উদ্ধার হয়েছে। পতাকাটি জঙ্গি সংগঠনের কিনা জানার চেষ্টা করছে পুলিশ। যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ।

পুলিশ সূত্রের খবর, তৌফিক দিল্লির ওখলার বাসিন্দ। গুয়াহাটি আইআইটির হস্টেলে তিনি থাকতেন। আচমকা হস্টেল থেকে নিখোঁজ হয়ে যান। তাঁকে খুঁজতে দিল্লিতে তাঁর বাড়িতেও যায় পুলিশের একটি দল। এরপর লিঙ্কডইনে খোলা চিঠি লিখে ওই পড়ুয়া নিজের সিদ্ধান্তের কথা জানান। ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর ফোনও বন্ধ করে দিয়েছিলেন ওই পড়ুয়া। শেষ পর্যন্ত শনিবার গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরের হাজোতে পড়ুয়ার সন্ধান মেলে। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। 

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, চিঠিতে ফারুকির উগ্র বিশ্বাস এবং সমাজ ত্যাগ করার তার পছন্দের কথা তুলে ধরেছেন ওই ছাত্র। আইএসআইএস নিয়ন্ত্রিত অঞ্চলে ‘হিজরাত’ এবং গোষ্ঠীর জন্য লড়াই করার উদ্দেশ্য প্রকাশ করেছেন ওই ছাত্র। আরও জানা গিয়েছে, চিঠিতে তৌসিফ অন্যান্য যুবকদেরও জঙ্গি সংগঠনে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ধর্মান্তরিত করারও আহ্বান জানিয়েছেন ওই যুবক।

উল্লেখ্য, গত ২০ মার্চ ভারতে দুই শীর্ষস্থানীয় আইএসআইএস নেতাকে গ্রেফতার করেছিল এসটিএফ। যারা অসমের ধুবরি এলাকায় আত্মগোপন করেছিলেন। এসটিএফ তল্লাশি চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করেছিল।


ভিডিও স্টোরি