অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট
শেষ আপডেট: 12th July 2024 22:50
দ্য ওয়াল ব্যুরো: গত চার-পাঁচ মাস ধরে একাধিক প্রি ওয়েডিং পর্ব সারার পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। শুক্রবার সকাল থেকেই আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষ্যে মুম্বইয়ে হইহই কাণ্ড। আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা! খাওয়া-দাওয়া থেকে পোশাক-গয়না সবেতেই একেবারে রাজকীয়তার ছোঁয়া। কোনও কিছুতেই জাঁকজমকের অভাব নেই।
প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আর বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। বৃহস্পতিবার থেকে একে একে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের আমন্ত্রিতরা। শুধু বলিউড তারকারাই নন, রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতি রয়েছে হাইপ্রোফাইল বিয়েতে। তাহলে দেখে নেওয়া যাক বিদেশ থেকে কারা কারা এলেন, সেই সকল অতিথিদের সাজপোশাক কেমন ছিল।
অতিথিদের মধ্যে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷। সাদা রঙের শেরওয়ানি পরেন নিক। আর হলুদ লেহেঙ্গার সঙ্গে মানানসই মেকআপ-গয়নায় সাজেন প্রিয়াঙ্কা।
স্ত্রীর সঙ্গে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এসেছেন আম্বানির ছেলের বিয়েতে। অনুষ্ঠানে কালো স্যুট পরেন তিনি। আর লাল রঙের একেবারে ভারতীয় ঘরানার চুড়িদারে সাজেন তাঁর স্ত্রী।
ডাব্লুডাব্লুএফ কুস্তিগীর তথা অভিনেতা জন সিনা মুম্বইতে অনন্ত আম্বানি এবং রাঘিকা মার্চেন্টের বিয়েতে হাজির হন। অনন্ত-রাধিকার বিয়েতে জন বেছে নিয়েছিলেন আইভরি রঙের পাজামার সঙ্গে মুক্তোর সাদা সুতো ও ছাই রঙা সুতোয় কাজ করা একটি হালকা আকাশী রঙের শেরওয়ানি।
বিয়ের চূড়ান্ত পর্বে অতিথির তালিকাতে আছেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান। বোন ক্লোয়িকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছন তিনি। লাল রঙের লেহেঙ্গায় লাস্যময়ী রূপে ধরা দেন কিম। বোন ক্লোয়ি পরেছিলেন সাদা জমকালো লেহেঙ্গা
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও আম্বানিদের অতিথি তালিকা রয়েছেন। তাঁর কালো রঙের স্যুটের পোশাক যেন আভিজাত্য বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠানের।