শেষ আপডেট: 13th July 2024 00:19
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার হাজির হয়েছিল সেই প্রতিক্ষিত দিন, ১২ জুলাই। কয়েক মাস ধরে প্রি-ওয়েডিংয়ের একাধিক পর্ব সেরে অবশেষে গাঁটছড়া বাঁধলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি ছোট ছেলের বিবাহ সম্পন্ন হল ।
অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে শুক্রবার মায়ানগরীর রাত যেন আরও আলোকময় হয়ে উঠেছিল। এদিন সকাল থেকেই মুম্বইয়ে হইহই কাণ্ড। আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা! খাওয়া-দাওয়া থেকে পোশাক-গয়না সবেতেই একেবারে রাজকীয়তার ছোঁয়া। কোনও কিছুতেই জাঁকজমকের অভাব নেই। তারকা বেষ্টিত আসরে বৈদিক মন্ত্রোচ্চারণে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা। রাত প্রায় সাড়ে ১১টার পর ছাদনাতলা থেকে প্রকাশ্যে এল নব দম্পতির ছবি।
View this post on Instagram
প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আর বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক! মেগাবাজেট বিয়ের এই অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় চমক! বৃহস্পতিবার থেকে একে একে রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, দেশ-বিদেশের তাবড় ব্যক্তিরা আসতে শুরু করেন।
এদিন সন্ধে পেরিয়ে তখন প্রায় রাত ন'টা, একে একে প্রবেশ করে গিয়েছেন প্রথম সারির তারকারা ৷ কিছুটা দেরিতেই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আসেন দীপিকা পাড়ুকোন সহ বচ্চন পরিবারের সদস্যরা। যদিও সন্ধে থেকেই আম্বানির অনুষ্ঠানে চাঁদের হাট বসে গিয়েছিল। শাহরুখ, সলমন খেকে শহিদ কাপুর বরুণ ধাওয়ানের মতো তারকারা বেশ আগেভাগেই উপস্থিত হয়েছিলেন। একটু রাতের দিকে সেখানে যান লালু প্রসাদ, রামদেব। নবদম্পতিকে আশীর্বাদ করতে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
View this post on Instagram
ছোট থেকেই রাধিকা এবং অনন্ত একে অপরকে চিনতেন। যদিও অনন্তের সঙ্গে রাধিকার বিয়ের জল্পনা প্রথম জোরালো হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে। জোধপুরে প্রিয়ঙ্কা-নিকের বিয়েতে আম্বানী পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন রাধিকাও। মুম্বইয়ে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের রিসেশপনেও রাধিকাকে দেশের ধনকুবের পরিবারের সঙ্গেই দেখা গিয়েছিল।
২০২৪ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল অনন্ত-রাধিকার বিয়ের তোড়জোড়। প্রথমে জামনগরে আর পরে ইটালিতে বিলাসবহুল ক্রুজ় ভাড়া করে প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবশেষে শুক্রবার ঘটা করে সম্পন্ন হল আম্বানি পুত্রের বিয়ে।