শেষ আপডেট: 12th July 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সেই বহু প্রতিক্ষিত দিন। গত চার-পাঁচ মাস ধরে একাধিক এলাহি অনুষ্ঠানের পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। এদিন সকাল থেকেই আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষ্যে মুম্বইয়ে হইহই কাণ্ড। বৃহস্পতিবার থেকে একে একে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের তাবড় আমন্ত্রিতরা। বিয়েতে যোগ দিতে মুম্বই উড়ে এসেছেন কিম কার্দাশিয়ান ও তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান। শুক্রবার সকালে দুই বোনকে মুম্বইয়ের পথে অটোয় ঘুরতে দেখা গিয়েছে।
এদিন ইনস্টাগ্রামে কিম কার্দাশিয়ান একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে, তিনি এবং তাঁর বোন ক্লোয়ি একটি অটোতে বসে রয়েছেন। তাঁদের দুজনের পরনেই গাউন। কপালে বড় টিপ, হাতে চুড়ি। ভিডিওতে ক্লোয়িকে বলতে শোনা যায়, 'আমরা ভারতে এসে মুম্বইতে অটো চড়ছি।'
View this post on Instagram
ব্যক্তিগত বিমানে মুম্বইয়ে পা রেখেছেন কিমরা। অটোয় সফরের আগে বিলাসবহুল হোটেলে তাঁদের রাজকীয় অভ্যর্থনার ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন ক্লোয়ি। তবে অতিথিদের জন্য আম্বানিরা নিরাপত্তাকর্মী এবং বিশেষ গাড়ির বন্দোবস্ত করলেও দিব্যি অটোয় করেই মুম্বইয়ের রাজপথে এদিক ওদিক ঘুরে বেড়ান দুই বোন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
আর কিছুক্ষণের মধ্যেই বৈদিক হিন্দু রীতিনীতি মেনে বিশ্বের অন্যতম ধনকুবের রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ঠিক বিকেল পাঁচটার সময় আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়া থেকে শোভাযাত্রা সহকারে 'বারাত' বেরিয়ে বিয়েবাড়ি জিও ওয়ার্ল্ড সেন্টারে এসে পৌঁছয়। সেখানে 'বরমালা' অনুষ্ঠান হবে রাত ৮টা নাগাদ। এরপর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাতপাকে বাঁধা পড়বেন রাত সাড়ে ৯টা নাগাদ।
বছরখানেকেরও বেশি সময় ধরে এই বিয়ের প্রস্তুতিপর্ব চলছে। বিয়ের জাঁকজমক, বৈভব দেখে ভারতীয়রা তো বটেই, তাজ্জব হয়ে গিয়েছে গোটা দুনিয়া। এখন জল্পনা ও হাতের কড়ি গুনে বিয়ের আনুমানিক খরচের অঙ্ক কষা চলছে জোরকদমে। বলিউড তারকা থেকে শুরু করে স্পোর্টস, রাজনীতি, ব্যবসা, বিদেশের তারকা সহ বিভিন্ন ফিল্ডের খ্যাতনামা ব্যক্তিরা এদিন উপস্থিত থাকবেন অনন্ত রাধিকার বিয়ে দেখার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন।