শেষ আপডেট: 27th July 2024 09:27
দ্য ওয়াল ব্যুরো: কাঁওয়ার যাত্রা ঘিরে নয়া বিতর্কে জড়িয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। হরিদ্বারে যাত্রা পথের দু-পাশে থাকা কয়েকটি মসজিদ ও মাজার সাদা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। বিতর্কের মুখে পুলিশ অবশ্য সেগুলি সরিয়ে নেয়। তবে বিতর্ক থামেনি। এমন সিদ্ধান্তে স্থানীয় মানুষের পাশাপাশি কুঁওয়ার যাত্রীরাও অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
শ্রাবন মাসের প্রথম সোমবার থেকে শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা। হরিদ্বারে শিবের মাথায় জল ঢালতে বাঁক কাঁধে হাঁটছেন পূণ্যার্থীরা। বাঁশের বাঁককেই কাঁওয়ার বলা হয়। এবার উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের বিজেপি সরকার নির্দেশ দেয় যাত্রা পথের দু-পাশের সব খাবারের দোকানের মালিক ও কর্মচারীদের নাম বড় হরফে লিখে টাঙিয়ে রাখতে হবে। দুই সরকারের বক্তব্য ছিল এরফলে পূণ্যার্থীদের নিরামিষ খাবারের দোকান বেছে নিতে সুবিধা হবে।
যদিও সুপ্রিম কোর্ট এই নির্দেশ খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, এই নির্দেশ বেআইনি, অসাংবিধানিক। তারপরই দোকান সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করেনি দুই সরকার। দোকানিরাও কেউ আদালতের রায়ের ভরসায় নাম লেখা পোস্টার সরাননি। অনেকেই বলেছেন, সরকারের নির্দেশ অমান্য করলে অন্য সমস্যায় পড়তে হবে। আগেই অভিযোগ উঠেছিল, সংখ্যালঘুদের দোকানগুলিকে চিহ্নিত করতেই এমন নির্দেশ দেয় বিজেপি পরিচালিত প্রশাসন।
এককদম এগিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে মসজিদ ও মাজার ঢেকে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী সৎপাল মহারাজের বক্তব্য, এরমধ্যে অন্যায়ের কিছু নেই। নতুন নতুন সিদ্ধান্ত কার্যকর করে দেখা হচ্ছে। সবই তীর্থযাত্রীদের সুবিধার্থে। এতে সম্প্রীতি আরও জোরালো হবে।
যদিও হরিদ্বারে কার নির্দেশে সাদা ত্রিপল গিয়ে মসজিদ ও মাজার ঢেকে দেওয়া হয়েছিল সেই প্রশ্নের জবাব মেলেনি। হরিদ্বারের জেলা শাসক ধীরজ সিং জানিয়েছেন, জেলা প্রশাসন এমন কোনও নির্দেশ দেয়নি। জানা মাত্র ত্রিপল সরিয়ে নেওয়া হয়।