রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শেষ আপডেট: 7th July 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপালের রিপোর্টের জেরে রাজ্যের দুই পদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের 'প্রক্রিয়া' শুরু করল’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক! সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে এই দাবি করা হয়েছে।
সূত্রের খবর, গত সপ্তাহেই রাজ্য প্রশাসন এবং পুলিশের তিন প্রথম সারির আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বোস। তারই প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহের মন্ত্রক ব্যবস্থা নিচ্ছে বলে পিটিআই সূত্রের দাবি।
যদিও সংবাদ সংস্থাকে ওই দুই পুলিশ কর্তা জানিয়েছেন, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না। রাজ্যের তরফেও তাঁদের এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে রাজভবনও।
সূত্রের খবর, এর আগে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-কে চিঠি লিখেছিলেন বোস।
ঘটনার সূত্রপাত, সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ। ওই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসির বিরুদ্ধে 'অল ইন্ডিয়া সার্ভিসেস’ (এআইএস)-এর অফিসারদের আচরণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘনে'র অভিযোগ এনেছেন রাজ্যপাল।
অন্যদিকে মুখ্যসচিব গোপালিকের বিরুদ্ধে আইএসএস কার্যবিধি লঙ্ঘন এবং ‘দুর্নীতিতে সহায়তা করা এবং উৎসাহ দেওয়ার’ অভিযোগ এনেছেন বোস। সংবাদ সংস্থা সূত্রের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল এও লিখেছেন, তাঁকে বাংলা থেকে সরাতে চক্রান্ত করা হচ্ছে। সেই চক্রান্তে শামিল রয়েছেন এই অফিসাররাও।
তবে মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্র কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।