শেষ আপডেট: 28th July 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হল কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
কী কারণে এই রক্তক্ষরণ তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। আপাতত, স্থানীয় হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
রবিবার বেঙ্গালুরুর গোল্ড ফিঞ্চ হোটেলে সাংবাদিক বৈঠক করছিলেন কুমারস্বামী। মিডিয়ার সামনে বক্তব্য রাখার সময়ই আচমকা মন্ত্রীর নাক থেকে শুরু হয় রক্তক্ষরণ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত ৯টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন মন্ত্রীর অনুরাগী ও প্রিয়জনেরা। তাঁদের প্রত্যেকের চোখে, মুখে উৎকণ্ঠার রেশ। তবে কী কারণে এই রক্তক্ষরণ তা এখনও স্পষ্ট করে জানাননি চিকিৎসকরা।
রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিভিন্ন কেলেঙ্কারি জনমানসে তুলে ধরতে বেঙ্গালুরু থেকে মহীশূর পর্যন্ত একটি পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জেডিএস সমন্বয় কমিটি। আগামী শনিবার, ৩ অগস্ট ওই পদযাত্রা শুরু হবে বেঙ্গালুরু থেকে। ১০ অগস্ট মহীশূরে শেষ হবে ওই পদযাত্রা। এ ব্যাপারেই এদিন সাংবাদিক বৈঠক করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারই মাঝে শারীরিক বিপত্তি।