শেষ আপডেট: 22nd May 2024 14:44
ঐশী মুখোপাধ্যায়, তমলুক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় প্রাক্তন বিচারপতি তথা তমলুকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চব্বিশ ঘণ্টার জন্য প্রচার থেকে বিরত থাকতে বলেছে নির্বাচন কমিশন।
কিন্তু কৌতূহলের বিষয় হল, কমিশনের এই নির্দেশের পর অভিজিৎবাবু কি নরম হয়েছেন। তাঁর কি মনে হচ্ছে, যে কথাগুলো তিনি বলেছেন, তা না বললেই ভাল হত। বেঁফাস মন্তব্য হয়ে গেছে।
সম্পূর্ণ ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করুন।
কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঠিক আগে দ্য ওয়ালকে সাক্ষাৎকার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশ্নের জবাবে তিনি বলেন, “কখনওই মনে হয়নি যে কথাগুলো না বললেই ভাল হত। আজও মনে হচ্ছে না। এই মুহূর্তেও না। কারণ যা আমি বলেছি তার পুরো বক্তব্যটা না লিখে, না বলে আংশিক বক্তব্যটা বলে অভিযোগটা করা হয়েছে। পুরোটা আমি বলে দেব আমি ভিডিও ক্লিপিং পাঠিয়ে দেব। তখন ইলেকশন কমিশন বুঝতে পারবে যে আমি চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে দামের কথাটা বলেছিলাম।”
অভিজিতের যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতে দেখা যায়, তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও।
প্রাক্তন বিচারপতি দ্য ওয়ালের প্রশ্নের জবাবে বলেন, “মুখ্যমন্ত্রী সব জেনে শুনে চাকরি বিক্রি করতে গেলেন কেন? কুণাল ঘোষ একটা ইন্টারভিউতে বলেছেন, ২০২১ থেকেই তাঁরা জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় নিজে বা তাঁর লোকজন চাকরি বিক্রি করছেন। দল জানত। আর এখানে দল কে? দল তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাকরি বিক্রি হতে দিলেন? তাঁর দর কত ওই আট লাখ দশ লাখ। সেটাই আমি বলেছি। এবং আমি যা বলেছি ঠিক বলেছি।”
তমলুকের বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেক আপ এবং কেয়া শেঠ— ইত্যাদি প্রসঙ্গেও কিছু কথা বলেছিলেন। অনেকের কাছে সেটা খুবই কুরুচিকর মনে হয়েছে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের এক মাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মহিলা রাজনীতিক। তিনি রাজনীতিক না হলেও তাঁর ব্যক্তিগত জীবনযাপন নিয়ে এরকম কথা বলা যায় না।
কিন্তু দেখা যাচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর সেই বক্তব্যেও অনেকটাই অনড়। এখনও কেয়া শেঠের প্রসঙ্গ তুলছেন।
এ ব্যাপারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, নরেন্দ্র মোদী যে ঘন ঘন পোশাক বদলান, দাঁড়িতে ওয়াক্স করেন, মেক আপ করেন, সে ব্যাপারে কি অভিজিৎ তাঁর কাছে জানতে চেয়েছেন। উনি তথ্যের অধিকার আইনে জানতে চাইতেই পারেন এসব ঘষা মাজার জন্য সরকারি কোষাগার থেকে কত টাকা খরচ করা হয়। কত টাকা খরচ করা হয় মোদীর ফটো তুলতে।
শুধু কুণাল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আক্রমণের বিষয়টি তৃণমূলও এখন লুফে নিয়েছে। তমলুকে গিয়ে অভিষেক একটি ছবি দেখিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, মমতার সামনে মাথা নত করে সৌজন্য নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী। তা দেখিয়ে অভিষেক বলেন, “উনি জানতে চেয়েছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম। এই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম।”