শেষ আপডেট: 17th August 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুন নিয়ে গোড়া থেকেই সরব হয়েছেন প্রতিবাদে। দু'দিন আগেই বলেছিলেন, ক্ষমতায় থাকলে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির নির্দেশ দিতেন তিনি। এবার তাঁর তোপ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
শনিবার সন্দীপ ঘোষকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'উনি তো প্রিন্সিপাল, মহাগুরু। এই ঘটনায় ওঁর ভূমিকা অবশ্যই আছে।'
অভিজিতের আরও দাবি, 'শোনা যাচ্ছে মেয়েটিকে যে ঘরে খুন করা হয়েছিল, সেই ঘর থেকে সরিয়ে এনে পাশের ঘরে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষ এবং অন্যান্য মহাগুরুরা সেই মৃতদেহ রাখা ঘরে বসেই মিটিং করেছিলেন।'
একথা বলার পরে অবশ্য অভিজিৎ গাঙ্গুলি বলেন, এ সবই তাঁর শোনা কথা। তবে তিনি এ-ও বলেন, সিবিআই রিপোর্ট জমা পড়ার পরে এইসব শোনা কথার সত্যতা প্রকাশ পাবে।
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এর পরে রাজভবনের বাইরে এসে এই কথাগুলি বলেন তমলুকের বিজেপি সংসদ। সেই সঙ্গে বলেন, 'বিভিন্ন অপরাধের মাধ্যমে জনগণের স্বীকৃতি হারাতে বসেছে সরকার। সেই সরকারকে সরিয়ে দিতে হবে। এই বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে, তা অত্যন্ত সদর্থক হয়েছে।'
অন্যদিকে, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়, 'এই সরকার যেভাবে ঘটনা ধামাচাপা দিচ্ছে তা বুঝতে কারও বাকি নেই। স্বাধীনতার মধ্যরাতে মহিলারা রাস্তায় নেমে প্রমাণ করেছেন সে কথা। যে এই ঘৃণ্য কাজ করছে তাঁকে কেন আড়াল করছেন মুখ্যমন্ত্রী! স্বাস্থ্য ও পুলিশ দফতর দুটোই ফেল! রুট ম্যাপ তৈরি করে আরজি করে অশান্তি করলেন। তথ্য প্রমাণ ধ্বংসের জন্য এই কাজ করে চলেছেন।'
অন্যদিকে, শুক্রবার ডাঃ সন্দীপ ঘোষকে ফের তলব করে সিবিআই। গভীর রাত পর্যন্ত দফায় দফায় তাঁকে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।
এদিন সকালে পিছনের গেট দিয়ে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি। সিজিওতে ঢোকার সময় প্রাক্তন অধ্যক্ষ বলেন, "কারা রটিয়ে দিয়েছে, আমাকে নাকি গ্রেফতার করা হয়েছে, এটা ঠিক নয়! আমাকে গ্রেফতার করা হয়নি।" এও জানান, তিনি সিবিআইকে তদন্তে সবদিক থেকে সহযোগিতা করছেন।
তদন্তকারী সংস্থার এক আধিকারিকের কথায়, "অধ্যক্ষর বিরুদ্ধে ঘটনাকে আড়াল করার একাধিক অভিযোগ সামনে আসছে। তদন্ত সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।"