শেষ আপডেট: 1st August 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: পাথরের টুকরো, সাবান, সাইকেল, গ্যাস সিলিন্ডার। এমনকি জ্যান্ত মুরগিও! দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আসার আগে এই সমস্ত কিছু রাখা রয়েছে রেললাইনে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এমনই এক আজব কাণ্ড ঘটিয়েছেন এক ইউটিউবার। ক্যামেরাবন্দি সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভারতীয় ইউটিউবারের আজব 'কীর্তি' দেখে দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে দেশের নানা প্রান্তে। মঙ্গলবারও হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। এর আগে উত্তরপ্রদেশে বেলাইন হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। তারও আগে গত জুন মাসে উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এরই মধ্যে শুধুমাত্র ইউটিউবে আয় বাড়ানোর জন্য এক যুবকের কীর্তি সামনে এসেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
গুলজার শেখ নামে এক যুবককের ‘গুলজার ইন্ডিয়ান হ্যাকার’ ইউটিউব চ্যানেলটি রয়েছে। সেই চ্যানেলের একটি ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইনের উপরে গুলজার সাইকেল, সাবান, পাথর, গ্যাস সিলিন্ডার এমনকি জ্যান্ত মুরগিও রাখেন। আসলে ওই সব জিনিসের উপর ট্রেন চলে যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন যুবক। এমনই রোমহর্ষক ভিডিও তৈরি করে ইউটিউবে 'ভিউয়ার' বাড়াতে চেয়েছিলেন তিনি।
মি. সিনহা নামে এক এক্স হ্যান্ডেল থেকে গুলজারের ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়, ‘‘এই তরুণ উত্তরপ্রদেশের লালগোপালগঞ্জের এক জন ইউটিউবার। তিনি ট্রেনের সামনে বিভিন্ন জিনিস রেখে হাজার হাজার যাত্রীর জীবনকে বিপদে ঠেলে দেন।’’ যদিও শুধু সিনহাই নয়, সোশ্যাল মিডিয়ায় আরও অনেকে এই ভিডিও শেয়ার করেন। আর ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় বইতে থাকে।
A YouTuber named Gulzar Sheikh puts random things on railway tracks, records it and uploads it on social media.
— Mr Sinha (@MrSinha_) August 1, 2024
It is too dangerous. Hope @Uppolice will nab him asap. pic.twitter.com/zgrARxvHmW
সোশ্যাল মিডিয়ায় গুলজারের ভিডিওর ভিউ কম নয়। তাঁর একটি ভিডিও প্রায় ১০ কোটি মানুষও দেখেছেন। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গুলজারের চর্চিত ভিডিওটি গত জানুয়ারি মাসের। তবে সম্প্রতি সেটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি রেল কর্তৃপক্ষের নজরে এনেছেন নেটনাগরিকদের একাংশ। একইসঙ্গে যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও দাবি জানিয়েছেন অনেকে ।