শেষ আপডেট: 8th April 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: `ইউটিউবে অভিযোগ তুললেই যদি সকলকে গারদে পুরতে শুরু করি আমরা, তাহলে ভেবে দেখুন ভোটের আগে কতজনকে জেলে পাঠাতে হবে?` সোমবার একটি মামলায় এক ইউটিউবারের জামিন বহাল রেখে এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য অভিযুক্ত ইউটিউবার সাত্তাই দুরাইমুরুগনের জামিনের নির্দেশ বহাল রেখে এদিন এই মন্তব্য করে বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।
সাত্তাইয়ের জামিন নাকচ করে দেওয়ার রায়কে সরিয়ে দিয়ে শীর্ষ আদালত বলে, তিনি ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন, এমন কথা বলা যাবে না। জামিন বহাল রেখে বেঞ্চ বলে, ভোটের আগে যদি ইউটিউবে অভিযোগ তোলার জন্য সকলকে জেলে পুরতে হয়, তাহলে ভেবে দেখুন সংখ্যাটা কত দাঁড়াবে?
আদালতে আর্জি জানানো হয়, জামিনে থাকাকালীন ইউটিউবার যাতে কোনও কেলেঙ্কারিকর অথবা বিরূপ মন্তব্য না করতে পারেন, তার জন্য নির্দেশ দেওয়া হোক। কিন্তু, তাতেও সন্তুষ্ট হননি দুই বিচারপতি। তামিলনাড়ু সরকারপক্ষের আইনজীবীকে বিচারপতিদ্বয় বলেন, মন্তব্যটি কেলেঙ্কারি বা দুর্নামের ছড়ানোর জন্যই করা হচ্ছে, এটা ঠিক করবে কে?
ইউটিউবার সাত্তাইকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পরেও মাদ্রাজ হাইকোর্ট তা খারিজ করে দেয়। যাকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আর্জি জানান সাত্তাই। হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট এদিন বলে, এই আদালত আগে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। উনি আড়াই বছর ধরে উনি জামিনে থাকতে পারেন। এর মধ্যে নিজের দৃষ্টিভঙ্গি কিংবা কোনও বিষয়ে প্রতিবাদ করাকে স্বাধীনতার অপব্যবহার বলে আমরা মনে করি না।
বেঞ্চ জানায়, একইভাবে জামিন বাতিল করার মতো কোনও কারণও আমরা খুঁজে পাইনি। তাই হাইকোর্টের জামিন খারিজের রায়দানকে বাতিল করছে সুপ্রিম কোর্ট। আগে যে জামিন মঞ্জুর করা হয়েছিল, তা বহাল থাকবে। উল্লেখ্য, ইউটিউবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য দুরাইমুরুগনকে পুলিশ গ্রেফতার করেছিল। তারপর মাদ্রাজ হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। জামিনে থাকাকালীন তিনি কারও বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে পারবেন না বলে মুচলেকা দিতে হয়েছিল তাঁকে।
তারপরেও তিনি ইউটিউবে মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক কথাবার্তা চলেছেন বলে জামিন খারিজ করে দেওয়ার আবেদন জানায় রাজ্য সরকার। মুচলেকা দেওয়ার পরেও একই ধরনের কাজ করে চলায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে স্ট্যালিন সরকার। তখন মাদ্রাজ হাইকোর্ট জামিন নাকচ করে দেয়।