শুভেন্দু অধিকারী ও বিমান বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 25th July 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: বুধবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছিল পশ্চিমবঙ্গ বিধানসভা। আইনশৃঙ্খলার প্রশ্নে বিধানসভায় শাসক-বিরোধী বিধায়কদের তুমুল হইহট্টোগোলের মধ্যে শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গিয়েছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
যা নিয়ে নিজের নিরাপত্তার প্রশ্ন তুলে স্পিকারকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, "বিধানসভার মধ্যেও আমরা নিরাপদ নই!" অভিযুক্ত তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জিও রেখেছিলেন শুভেন্দু।
বৃহস্পতিবার ওই ঘটনাকে 'অনভিপ্রেত' আখ্যা দিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, "এমন ঘটনা না ঘটলেই ভাল হতো।"
স্পিকার জানান, বুধবার বিধানসভার লবিতে যে ঘটনা ঘটেছে তার সবটাই তিনি খতিয়ে দেখেছেন। এ ব্যাপারে মার্শালের সঙ্গেও কথা বলেছেন তিনি।
স্পিকারের কথায়, "বিধায়কদের সকলের সংযত আচরণ করা উচিৎ। বিধানসভার অনেক সদস্যই বলেছেন এখানে তাঁরা ভয় পাচ্ছেন। আমি অনুরোধ করব, এমন কিছু কথাও যেন কেউ না বলেন যাতে এমন পরিস্থিতি তৈরি হয়।" একই সঙ্গে বিধানসভার বিষয়ে বাইরে আলোচনা না করারও পরামর্শ দিয়েছেন বিমানবাবু।
ঘটনার সূত্রপাত, বুধবার অধিবেশন চলাকালীন বিধানসভার লবিতে বিরোধী দলনেতার দিকে তেড়ে যান শাসকদলের পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "কে আমার মেয়ের চাকরি করিয়েছে?" বিরোধী দলনেতার উদ্দেশে তৃণমূলের বিধায়ক তপন এও বলেন, "আমার নাকি কলকাতায় দুটো ফ্লাট! তার চাবি দাও আমাকে!"
শুভেন্দু-তপনের মধ্যে বেশ কয়েকমিনিট কথা কাটাকাটিও হয়। বিজেপি বিধায়কদের অভিযোগ, অকথ্য ভাষায় বিরোধী দলনেতাকে গালিগালাজও করেন তপন চট্টোপাধ্যায়। যদিও গালাগালির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, "লোকসভা ভোটের প্রচারে আমার মেয়ের চাকরি ও কলকাতায় দুটো ফ্লাট রয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। উনি আমাকে এবং আমার মেয়েকে অপমান করেছিলেন। তাই আজ লবিতে গিয়ে ওর কাছে কৈফিয়ত চেয়েছি।"