শেষ আপডেট: 14th August 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে বিধানসভার সামনে ধর্না অবস্থানে বসলেন বিজেপির বিধায়করা। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর অভিযোগ, " এটা সংঘটিত গণধর্ষণ এবং খুনের ঘটনা আর রাজ্য সরকার চাইছে সত্যিটা ধামাচাপা দিতে।"
শুভেন্দু এও বলেন, "আরজিকরের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল করতে উঠে পড়ে লেগেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশেই পুলিশ এই কাজ করেছে। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।"
আরজিকরে ছাত্রী খুনের ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তেও নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুভেন্দুর অভিযোগ, ঘটনায় আরও অনেক প্রভাবশালী জড়িত রয়েছে। তাদের আড়াল করতেই তদন্তের নামে পুলিশ আসল সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও যাতে জেরা করা হয়, সিবিআইয়ের কাছে সেই দাবিও জানাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।
মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এদিন বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। যদিও তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজিকর কাণ্ডে প্রথম থেকে সক্রিয় পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। তারপরও রাজনীতি করার জন্য বিজেপি নাটক করছে।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টও। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, পুলিশ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কাকে বাঁচাতে চেষ্টা করছে প্রশাসন, প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, ''রাজ্যের পুলিশ, প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত''। হাইকোর্টের তরফে বলা হয়, নারকীয় তাণ্ডব চালিয়ে নির্যাতিতাকে হত্যা করা হয়েছে। অথচ পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।