শেষ আপডেট: 2nd August 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা চত্বরে গাড়ির ধাক্কা! পরিকল্পিতভাবে ধাক্কা মারা হয়েছে, এই অভিযোগে তৃণমূলের জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করলেন বিজেপি বিধায়করা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুুপুরে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় বিধানসভা চত্বরে।
শাসকদলের বিধায়কের গাড়ি আটকে শাস্তির দাবি তোলেন পদ্ম বিধায়করা। শুরু হয় বিক্ষোভও। পরে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে।
জানা গেছে, এদিন দ্রব্যমৃল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধয়াকরা। সে সময়
বিধানসভায় ঢুকছিল জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি। বিজেপির অভিযোগ, ইচ্ছে করে তাঁদের ধাক্কা মারা হয়েছে।
ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিশ্বনাথের গাড়ির ধাক্কায় তিনি অলপ আঘাত পেয়েছেন। দলের বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন, "বিধানসভার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। সেই অবস্থান ভন্ডুল করে দিতেই ধাক্কা দেওয়া হয়েছে। হর্ন পর্যন্ত দেয়নি।" যদিও পরে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, "ইচ্ছে করে ধাক্কা দেওয়া হয়েছে এমনটা নয়। অযথা বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা হচ্ছে।"