শেষ আপডেট: 30th July 2024 22:58
দ্য ওয়াল ব্যুরো: আপাতত আন্দোলনে ইতি। আগামীকাল বুধবার থেকেই ফের শ্যুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মঙ্গলবার রাতে একথা জানালেন পরিচালক গৌতম ঘোষ।
বৈঠকে উপস্থিতি ছিলেন অভিনেতা-পরিচালক দেবও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "নিজেদের অধিকারের দাবিতে লড়াইটাও জরুরি ছিল। তবে কোনও লড়াই যুদ্ধ নয়, আমরা একটি সমাধান পথ খুঁজে পেয়েছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি সঠিক সময়ে হস্তক্ষেপ করেছেন।"
মুুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটার কথা জানিয়েছে ফেডারেশনও। ফেডারৈশনের তরফে স্বরূপ বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল। বুধবার থেকে শুরু শুরু হচ্ছে। কিছু বিষয় পর্যালোচনার জন্য কমিটি গড়তে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কোনও পরিচালককে ব্যান করার ক্ষমতা নেই ফেডারেশনের, এদিন একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দু'পক্ষকে নিয়ে শ্যুটিং পর্যালোচনা কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অভিনেতা দেব এও জানিয়েছেন, ওই কমিটির কাছে পরিচালক-টেকনিশিয়ানরা তাঁদের মতামত জানাবেন। নভেম্বরের মধ্যে এ ব্যাপারে পর্যালোচনা কমিটি রিপোর্ট দেবে। তার ভিত্তিতে নতুন নিয়ম তৈরি হবে।
সম্প্রতি পরিচালক রাহুলকে ব্যান করে দেওয়া নিয়ে সমস্যা গড়িয়েছিল। পরিচালক গৌতম ঘোষ বলেন, আগামী ৬-৭দিনের মধ্যে রাহুলও পরিচালক হিসেবে কাজে ফিরবেন।
সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক করেছিলেন পরিচালকদের একাংশ। কীভাবে খুব দ্রুত সকলকে নিয়ে কাজে ফেরা যায়, সেই নিয়েই আলোচনা হয়। এই বৈঠকের পরে ফেডারেশনও একটি সাংবাদিক বৈঠক করে। তাতে টলিপাড়ার কাজ বন্ধের দায় পরিচালকদের উপরই চাপান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এতে পরিস্থিতি আরও জটিল হয় যায়।
এরপর থেকেই কোনও 'তৃতীয় পক্ষ'-এর হস্তক্ষেপের দাবি উঠছিল। তারপরই মঙ্গলবার প্রসেনজিতরা নবান্নে যান। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটায় খুশি দু'পক্ষই।