শেষ আপডেট: 7th February 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে বৃহস্পতিবারের ভোট পর্ব কেমন থাকবে তা নিয়ে প্রচার শুরুর প্রথম থেকেই সংশয় তৈরি হয়েছিল। বুধবার আশঙ্কা আরও তীব্র হল বালুচিস্তানের একটি বিস্ফোরণের ঘটনায়।
বুধবার সেখানে পিশিন জেলায় এক নির্দল প্রার্থীর দফতরের বাইরে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩০ জন।
পাকিস্তানে নির্বাচনকে কেন্দ্র করে আগেও রক্তপাতের একাধিক ঘটনা ঘটেছে। একটি ঘটনায় ১০ পুলিশ কর্মী নিহত হন। বালুচিস্তানে থানা ও পুলিশ ছাউনিতেও হামলা চালায় জঙ্গিরা।
পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় আছে। পরিস্থিতি পর্যালোচনার পর প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট স্থগিত করে দেওয়া হবে।
প্রসঙ্গত, পাকিস্তানে জাতীয় সংসদের পাশাপাশি বেলুচিস্তান-সহ চার প্রদেশের প্রাদেশিক পরিষদেরও ভোট হচ্ছে।
বালুচিস্তানের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী আলি মর্দন খান ডমকি বলেন, নির্বাচনকে বানচাল করতেই একটি চক্র এই হামলা চালিয়েছে। যদিও।কোনও সংগঠন ঘটনার দায় নেয়নি এখনও পর্যন্ত।